Beta

শিক্ষক সমিতির নির্বাচন

জাবিতে ‘ফাঁকা মাঠে’ উপাচার্যপন্থী শিক্ষকদের সংখ্যাগরিষ্ঠতা

২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৯

জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পদে অধ্যাপক নুরুল আলম (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক বশির আহমেদ নির্বাচিত হয়েছেন। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে  বিএনপি ও বামপন্থী শিক্ষকরা কোনো প্যানেল দেননি। নির্বাচনে প্যানেল দেয় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের দুটি অংশ।

১৫টি পদের মধ্যে জাবি উপাচার্য ফারজানা ইসলামপন্থী শিক্ষকদের ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ প্যানেল থেকে আটজন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সাতজন জয়ী হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে অধ্যাপক নুরুল আলম (প্রাপ্ত ভোট ২৭৫), সাধারণ সম্পাদক পদে অধ্যাপক বশির আহমেদ (প্রাপ্ত ভোট ৩০৯), সহসভাপতি পদে অধ্যাপক রাশেদা আখতার (প্রাপ্ত ভোট ২৮৩), কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. নুহু আলম (প্রাপ্ত ভোট ২৯০), নির্বাহী সদস্য পদে অধ্যাপক মো. মোতাহার হোসেন (প্রাপ্ত ভোট ২৮৬), অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম (প্রাপ্ত ভোট ২৭২), সহকারী অধ্যাপক আব্দুল মান্নান  (প্রাপ্ত ভোট ২৬০) ও অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী (প্রাপ্ত ভোট ২৫৯) নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই উপাচার্যপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. আওলাদ হোসেন (ভোট ২৫০), নির্বাহী সদস্য পদে সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন (প্রাপ্ত ভোট ২৯০), সহযোগী অধ্যাপক মো. এজহারুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৬৭), সহযোগী অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান (প্রাপ্ত ভোট ২৬২), অধ্যাপক মো. শাহেদুর রশিদ (প্রাপ্ত ভোট ২৬০), অধ্যাপক মো. সৈয়দ হাফিজুর রহমান (প্রাপ্ত ভোট ২৫৬) ও সহকারী অধ্যাপক মো. সাব্বির আলম (প্রাপ্ত ভোট ২৫২) জয়ী হয়েছেন। তাঁরা সবাই শরীফ এনামুলপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement