Beta

জাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক আব্দুল মান্নান

৩১ জুলাই ২০১৯, ২১:৫২

জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী।

গত রোববার ৩৮তম সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জুলাইয়ের মধ্যে জাকসু নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেন। তারপর থেকেই চলছে জাকসুর প্রস্তুতি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘জাকসুর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক আব্দুল মান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে। উপাচার্য মহোদয় যেহেতু জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করবেন বলে কথা দিয়েছেন সেজন্য প্রধান নির্বাচন কমিশনার মনোনয়ন দিয়েছেন। এছাড়া গঠনতন্ত্র পরিবর্তন ও সংস্কারের কাজ চলছে। এ বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে। কাজ শেষ হলেই সিন্ডিকেটের মাধ্যমে পুর্ণাঙ্গ নির্বাচন কমিশন ঘোষণা করা হবে।’

অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘জাকসুর প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বের ব্যাপারে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। আমাকে মৌখিকভাবে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিশ্চিত করেছেন। তবে এখনও সহকারী কমিশনার মনোনয়ন করা হয়নি। আমি নিজেও এ ব্যাপারে লিখিত কোনো চিঠি পাইনি। তবে এটা অনেক বড় একটা দায়িত্ব। চিঠি হাতে পাওয়ার পরই কাজ শুরু করা হবে। এর আগে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।’

দীর্ঘ ২৭ বছর পর জাকসু নির্বাচনের লক্ষ্যে নতুন করে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত রোববার ৩৮তম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের আগে উপাচার্য ফারজানা ইসলাম জুলাই মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং এ বছরের নভেম্বর মাসে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় কার্যক্রমও শুরু করেছে জাবি প্রশাসন। সর্বশেষ নির্বাচন কমিশনার মনোনয়নের মাধ্যমে জাকসু নির্বাচনের তৎপরতা দেখা গেল দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রসাশনের।

Advertisement