আমি ছাড়া বাকি তিন প্রার্থী আওয়ামী লীগের : মেয়র প্রার্থী কায়সার
প্রচার-প্রচারণায় জমে উঠেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচন। সকাল থেকে রাত অবধি চলছে মাইকিং আর গণসংযোগ। পোস্টার ও ব্যানার টানানো নিয়ে সাজ সাজ রব উঠেছে নগরীতে। প্রার্থীরাও বাকযুদ্ধে লিপ্ত হয়ে প্রচারণা চালাচ্ছেন।
এবার কুসিক উপনির্বাচনে চার মেয়র প্রার্থী হলেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। তিনি বাস প্রতীকে নির্বাচন করছেন। একই কমিটির উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সাবেক মেয়র ও বিএনপিনেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আরেক বিএনপি নেতা নিজাম উদ্দীন কায়সার। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন।
ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দীন কায়সার গণসংযোগ-উঠান বৈঠকে রীতিমতো আলোড়ন তুলেছেন। তিনি তার প্রচারণায় সময় বলেন, তিনি ছাড়া বাকি তিন প্রার্থী আওয়ামী লীগের।
বিষয়টা ব্যাখ্যা করে কায়সার বলেন, ‘তাহসিন বাহার সূচনা ও নূর উর রহমান মাহমুদ তানিম আওয়ামী লীগের নেতা। তাদের সঙ্গে যোগ হয়েছেন মনিরুল হক সাক্কু। তিনি বর্তমান সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারের সঙ্গে আঁতাত করে নির্বাচন করছেন।’
কায়সার বলেন, ‘মনিরুল হক সাক্কু অনেক দুর্নীতি করেছেন। এসব দুর্নীতি থেকে যেন মামলায় না পড়েন সে জন্য ঢাকায় বসে মিটিং করেন। আমাকে নির্বাচনে ফেল করানোর জন্যই সাক্কু সাহেব নির্বাচন করছেন। সে জন্য আমি মনে করি আমি ছাড়া বাকি তিন প্রার্থী আওয়ামী লীগের।’
তবে বিষয়টি মানতে নারাজ সাবেক মেয়র মনিরুল হক সাক্কু৷ তিনি বলেন, ‘কায়সার কবে থেকে বিএনপি করে আমি জানি না। তবে আমি শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত। বিএনপি আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। কেউ বললেই আমি আওয়ামী লীগের হয়ে যাব এটা হতে পারে না৷ ’