অবশেষে ঘরে ফিরলেন কণিকা, বন্ধুরা আক্রান্ত হয়নি

সময়ের ব্যাপ্তি দুই সপ্তাহের। তবে ভারতীয় সংগীতশিল্পী কণিকা কাপুরের জন্য নিঃসন্দেহে একেকটি দিন বেশ লম্বা ও অস্বস্তিদায়ক ছিল। শেষমেষ কোভিড-১৯-কে ‘পরাজিত’ করে ঘরে ফিরেছেন তিনি। যুদ্ধজয়ের হাসি নিয়ে তাঁর এ ফেরা রীতিমতো ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক বার্তা সবার জন্য।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম স্পটবয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ভারতের লক্ষ্ণৌ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কণিকা। তাঁর সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর নিশ্চিত করেছেন ভাই অনুরাগ। ‘হ্যাঁ, কণিকা ফিরেছেন। আমরা সবাই খুশি। তিনি এখন সুস্থ আছেন,’ বলেন অনুরাগ।
অনুরাগ আরো বলেন, ‘চিকিৎসকেরা তাঁকে আর কোনো নির্দেশনা দেননি।’ কণিকা যুক্তরাজ্য থেকে ফেরার পর যে তাঁর কাছ থেকে কেউ সংক্রমিত হয়নি, সেটিও জানান অনুরাগ। ‘কণিকা সেরে ওঠায় আমরা আনন্দিত। আর এটিও খুব ভালো খবর যে যাদের সংস্পর্শে সে এসেছে, তাদের কারো শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়নি,’ যোগ করেন তিনি।
গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান কণিকা। এর আগে ষষ্ঠবারের পরীক্ষায় তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস নেগেটিভ পাওয়া যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পরে তাঁকে এখন ভারতের উত্তরপ্রদেশ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।
গত ৯ মার্চ লন্ডন থেকে ফেরার পরে ভ্রমণের বিষয়টি লুকানোয় ও পার্টিতে অংশ নেওয়ায় মামলা হয়েছিল কণিকার বিরুদ্ধে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন কণিকা। পরে অবশ্য সেই পোস্ট তিনি মুছে ফেলেন।