বাচ্চার কথা বলতেই প্রিয়াঙ্কা বললেন, চাপ দেবেন না
২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রাজকীয় বিয়ের আয়োজন। বিবাহপূর্ব অনুষ্ঠানগুলোও ছিল অভিজাত। বিয়ের পর থেকেই বারবার একটিই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন প্রিয়াঙ্কা, কবে সন্তান নেবেন?
একবার অবশ্য সন্তান নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। যা হোক, প্রিয়াঙ্কা এখন তাঁর আসন্ন ‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমার প্রচারণায় ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে একই প্রশ্নের মুখোমুখি হলেন প্রিয়াঙ্কা।
বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, প্রিয়াঙ্কাকে ওই সাক্ষাৎকারগ্রহীতা তাঁর পুরোনো একটি বিবৃতি অবগত করেন। প্রিয়াঙ্কা একবার বলেছিলেন, একটি ক্রিকেট টিম করা যায়, অর্থাৎ ১১ জনের মতো বড় পরিবার চান। জবাবে প্রিয়াঙ্কা বলেন, সেটা অনেক পুরোনো বিবৃতি এবং এখনো সেটা ধরে রাখার কোনো কারণ নেই।
এর পরেও সাক্ষাৎকারগ্রহীতা প্রিয়াঙ্কাকে সন্তান নেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চান। বিনয়ের সঙ্গে প্রিয়াঙ্কার জবাব, ‘চাপ দেবেন না।’ আসন্ন নেটফ্লিক্স সিনেমার প্রতি মনোযোগ দেওয়ার অনুরোধ করেন এ অভিনেত্রী।
‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমার সহ-প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। এতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন রাজকুমার রাও। রামিন বাহরানি পরিচালিত সিনেমাটি অরবিন্দ আদিগার ‘দ্য হোয়াইট টাইগার’ বই অবলম্বনে নির্মিত।
এ ছাড়া নিজের জীবনীগ্রন্থ ‘আনফিনিশড’ প্রকাশের জন্য প্রস্তুত বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। শৈশব থেকে এ পর্যন্ত নিজের জীবনের প্রতিটি অধ্যায় সেই বইয়ে বর্ণনা করেছেন। কঠোর পরিশ্রম আর গভীর মনোযোগই ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে জন্ম নেওয়া প্রিয়াঙ্কাকে বিশ্বতারকায় পরিণত করেছে।
প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি ‘টেক্সট ফর ইউ’ শিরোনামে একটি রোমান্টিক হলিউড সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি জিম স্ট্রোজের রচনা ও পরিচালনায় সোফি ক্রেমারের উপন্যাস অবলম্বনে জার্মান ভাষার ‘এসএমএস ফুর ডিচ’-এর রিমেক।
সিনেমাটিতে সদ্য বাগদত্তা হারানো এক হৃদয়ভাঙা নারীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। গল্পে দেখা যাবে, প্রিয়াঙ্কা তাঁর প্রয়াত বাগদত্তার পুরোনো নাম্বারে ম্যাসেজ পাঠাতে থাকেন। একপর্যায়ে তাঁর একজনের সঙ্গে পরিচয় হয়, তিনিও সদ্য বাগদত্তাকে হারিয়েছেন। সিনেমাটিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন স্যাম হিউগান, যিনি সম্প্রতি হিট সিরিজ ‘আউটল্যান্ডার’-এ অভিনয় করেছেন। এ ছাড়া প্রযোজক হিসেবে বেশ সুনাম রয়েছে তাঁর।