Beta

আসছে হাবিবের ‘ঝড়’

১১ এপ্রিল ২০১৮, ১৩:২৪

ফিচার ডেস্ক
‘ঝড়’ গানের ভিডিওর একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

পয়লা বৈশাখ উপলক্ষে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ নতুন একটি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘ঝড়’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান।

সুর দেওয়ার পাশাপাশি গানটির সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই। গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন হাবিবের বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও মডেল শার্লিনা হোসেন। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

মিউজিক ভিডিওতে সুন্দর একটা গল্প আছে বলে জানান অংশু। ভিডিওতে দেখা যাবে, হাবিবের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন শার্লিনা। শার্লিনার বাবা চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ। মেয়েকে হাবিবের কাছ থেকে সরে নিয়ে আসতে ফেরদৌস ওয়াহিদ অনেক কৌশল অবলম্বন করেন।

ভিডিওতে সংগীত পরিচালক অদিত রহমান ও প্রীতম হাসানকে দেখা যাবে। গানটি প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘এবারেই প্রথম আমার গানে বাবা মডেল হয়েছেন। ভিডিওটিতে অনেক মজার একটা গল্প আছে। ভিডিওর শেষে মারামারির দৃশ্য রয়েছে। দর্শক-শ্রোতাদের আমি নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।’

অন্যদিকে ফেরদৌস ওয়াহিদ জানান, ‘ঝড়’ গানে কাজ করা তাঁর জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা। কাজটা উপভোগ করেছেন বলেও জানান তিনি।

গানচিলের ব্যানারে গানটির ভিডিওটি পয়লা বৈশাখে মুক্তি পাবে বলে জানান তানিম রহমান অংশু।

Advertisement