Beta

‘রূপবান’ চরিত্রে ভাবনা

১৩ এপ্রিল ২০১৮, ১৭:০৭

ফিচার ডেস্ক
‘রূপবান’ নাটকের একটি দৃশ্যে ভাবনা ও শিশুশিল্পী সামির। ছবি : সংগৃহীত

‘চরিত্রনির্ভর গল্পে অভিনয় করতে আমি সব সময় আগ্রহী। রূপবান চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও চমৎকার হয়েছে।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

বাংলার লোককাহিনী অবলম্বনে নির্মাতা অনিমেষ আইচ ‘রূপবান’ নাটকটি নির্মাণ করেছেন। নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। অন্যদিকে, রহিম চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সামির খান।

নাটকটি নির্মাণ পরিকল্পনায় ছিলেন বিটিভির মহাপরিচালক এস এম হারুণ অর রশীদ। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

নাটকটির অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজাদ আবুল কালাম, তুষার খান, ফারুক আহমেদ, ডা. এজাজ, শুভাশীষ ভৌমিক প্রমুখ। নাটকটি আগামীকাল শনিবার পয়লা বৈশাখে বিটিভিতে রাত ৮টার সংবাদের পর প্রচারিত হবে।

Advertisement