Beta

কান চলচ্চিত্র উৎসবে ইকবালের ‘রোয়াই’ ছবির প্রদর্শনী

১১ মে ২০১৮, ১৮:০২

ফিচার ডেস্ক

ফ্রান্সে ৭১তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের এই উৎসবে স্টিভেন স্পিলবার্গ, ক্রিস্টোফার নোলান, নিকোল কিডম্যান-কেট ব্ল্যানচেট, ব্র্যাড পীট, রবার্ট প্যাটিনসন, সালমা হায়েক অথবা ঐশ্বরিয়া, দীপিকার মতো বিশ্বের সেরা তারকারা হাজির হন।

সেই কান উৎসবের প্রাণকেন্দ্র প্যালে দো ফেস্তিভাল। এই ভবনটি এখন মুখরিত সারা বিশ্বের শীর্ষ স্থানীয় সিনেমা তারকাদের ভীড়ে। এই প্যালে দো ফেস্তিভালেই আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে ইকবাল হোসাইন চৌধুরীর কাহিনিচত্র 'রোয়াই' ছবির প্রদর্শনী। পুরোপুরি লন্ডনে ধারনকৃত আন্তর্জাতিক এই ছবির প্রযোজক বিসর্গ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ও মাইন্ড দ্য গ্যাপ ফিল্মস। 

ব্রেকজিট পরবর্তী লন্ডন। সেখানে ঘটনাচক্রে আটকে পড়েছেন এক রোহিঙ্গা তরুণ। কি লেখা আছে তাঁর ভাগ্যে? এরকম গল্প নিয়ে ইকবাল হোসাইন চৌধুরীর লেখা ও পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘রোয়াই’। ছবিটি এবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে অংশ নিচ্ছে। 

এ বিষয়ে ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “অভিবাসন সংকট সারা পৃথিবীতেই সব সময়ের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ‘রোয়াই’আসলে অভিবাসী মানুষের দ্বন্দ্ব ও সংকটের গল্প।” 

ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশ, স্পেন, রোমানিয়াসহ নানা দেশের কলাকুশলীরা। ছবির সাউন্ড ডিজাইন করেছেন ইংল্যান্ডের মাইকেল বটরাইট। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন নিশান পাশা। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবিটি ‘ঢাকা ২.০০’ অংশগ্রহণ করেছিল গত বছর কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে। 

ইকবাল বলেন, “কান শর্ট ফিল্ম কর্ণার নতুন নির্মাতাদের আন্তর্জাতিক ছবির দুনিয়ায় যাত্রা শুরুর জন্য একটি অসাধারণ জায়গা। আমি বিশ্বাস করি ‘কর্নার’ থেকে শুরু করে একদিন আমাদের নির্মাতারা কানের মূল প্রতিযোগিতা বিভাগের মঞ্চ কাঁপাবে। সেই ক্ষমতা আমাদের দেশের নির্মাতাদের আছে। দেরিতে হলেও বাংলাদেশ কানের মতো বড় উৎসবে যাত্রা শুরু করেছে এটা আমাদের সিনেমার জন্য একটি বড় ঘটনা।”

ইকবাল হোসাইন চৌধুরী চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ নিয়েছেন মেলবোর্ন ও লন্ডনে। অংশ নিয়েছেন এই মুহুর্তে বিশ্বের অন্যতম প্রভাবশালী পরিচালক ক্রিস্টোফার নোলানের গুরু এলিয়ট গ্রোভের চলচ্চিত্র নির্মাণ কোর্সে।বাংলাদেশের টেলিভিশনের জন্য লিখেছেন ‘কিক অফ’ ও ‘কোড নেম আলফা’র মতো বেশকিছু আলোচিত নাটক।

Advertisement