Beta

এনটিভিতে নাদিয়া মিমের ‘বৃত্ত কথন’

১১ জুলাই ২০১৮, ১৫:১৭

ফিচার ডেস্ক
‘বৃত্ত কথন’ নাটকের একটি দৃশ্যে অভিনেত্রী নাদিয়া মিম। ছবি : সংগৃহীত

ছোট পর্দার অনেকের প্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া  মিম। বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

আসছে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাদিয়া অভিনীত নাটক ‘বৃত্ত কথন’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ।

নাটকটিতে নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এ ছাড়া নাটকে অভিনয় করেছেন শিরিন আলম, ডিকন নূর প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, ‘লিখন তার বাবার কাছে সব সময় তার চাহিদা নিয়ে অভিযোগ করে। চাহিদা বলতে তার হাত খরচ, প্রেমিকার সাথে খেতে যওয়া বা বন্ধুদের সাথে ঘুরতে যওয়া। বাবার সামান্য বেতনে সংসার চালানো, দোকান বাকি, মেয়ের পড়াশোনা করাতেই হিমশিম অবস্থা। তবুও বাবা লিখনের চাহিদা পূরণ করে থাকে। একদিন আকস্মিকভাবে লিখনের বাবা মারা যান। বাবার অফিসে লিখনের চাকরিটাও হয়ে যায়। মাস শেষে বেতন তুলতে গিয়ে লিখন উপলব্ধি করে, এত কম টাকায় বাবা কীভাবে সংসার সামলাতেন, তার চাহিদা পূরণ করতেন! এ যেন একই নিয়মের আবর্তন, বৃত্ত কথন।’

Advertisement