অমিতাভের ছবিতে যে কারণে শাকিব
প্রথম ছবি ‘আয়নাবাজি’ দিয়েই দর্শকপ্রিয় হয়ে উঠেছেন পরিচালক অমিতাভ রেজা। এবার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ নির্মাণ করছেন তিনি। আর এই ছবির একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। অমিতাভ রেজা কেন শাকিব খানকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিলেন? শাকিব খানই বা কেন মূল চরিত্রে অভিনয় না করে অতিথি চরিত্রে অভিনয় করছেন? এ বিষয়ে তাঁরা দুজনই কথা বলেন এনটিভি অনলাইনের সঙ্গে।
অমিতাভ রেজা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি চলচ্চিত্র নির্মাণ করেছি একটি, কিন্তু সবসময় চলচ্চিত্র দেখা হয়। শাকিব খান অনেক গুণী একজন শিল্পী, তাকে নিয়ে তো কাজ করাটাই স্বাভাবিক। এর জন্য বিশেষ কোন কারণ থাকতে হবে কেন?’
সকল চলচ্চিত্রই অমিতাভ রেজার কাছে বাণিজ্যিক। আর গল্পের প্রয়োজনেই চরিত্র বাছাই করতে হয় বলেও জানান অমিতাভ। বলেন, ‘চলচ্চিত্র আসলে সবগুলোই বাণিজ্যিক। আর আমি ছোট পর্দার শিল্পীদের নিয়ে কাজ করেছি বিষয়টি এমন নয়। গল্পের প্রয়োজনে চরিত্র নিয়ে কাজ করেছি। শাকিব খানের বিষয়টিও একই রকম। গল্পের প্রয়োজনে একটি অতিথি চরিত্রে উনাকে প্রয়োজন। তাই উনার সাথে কথা বলেছি।’
কবে থেকে শুটিং শুরু হবে জানতে চাইলে অমিতাভ বলেন, ‘আমরা এরই মধ্যে কাজ গুছিয়ে নিচ্ছি। আগামী অক্টোবর বা নভেম্বরে শুটিং শুরু করার চিন্তা রয়েছে। সেই হিসেবেই সবকিছু গুছিয়ে নিচ্ছি।’
অন্যদিকে অমিতাভের আগামী ছবিতে অভিনয় করা নিয়ে শাকিব খানও জানালেন নেপথ্যের কারণ। ভালো পরিচালক ও ভালো ছবি—এই দুটো কারণেই শাকিব রাজি হয়েছেন ‘রিকশা গার্লে’ কাজ করতে। এনটিভি অনলাইনকে শাকিব খান বলেন, ‘আমি আয়নাবাজি ছবিটি দেখেছি। অমিতাভ রেজা ভালো নির্মাতা, আশা করি ‘রিকশা গার্ল’ ছবিটিও তিনি ভালো করবেন। আর আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু করতে। এখানে আমাকে কোন চরিত্র কাজ করতে হলো সেটার চেয়ে বড় বিষয় ছবিটি কেমন হলো। আমি কোন চরিত্রে কাজ করছি সেটা আমার কাছে বড় বিষয় নয়।’
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’নিয়ে ছবিটি নির্মাণ করছেন অমিতাভ রেজা। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ। ছবিটির মূল চরিত্রে অভিনয় করছেন ২০ বছর বয়সী এক তরুণী। ছবিতে তাকে দেখা যাবে নাইমা নামের একটি চরিত্রে। মূলত নাইমার জীবন সংগ্রামই এই ছবির মূল কাহিনি।