Beta

‘গার্লফ্রেন্ডের বিয়া’ নিয়ে যা বললেন প্রতীক-প্রীতম

৩০ জুলাই ২০১৮, ১৬:৩৭

ফিচার ডেস্ক
‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানের ভিডিওর একটি দৃশ্যে প্রতীক, প্রীতম ও টয়া। ছবি : সংগৃহীত

প্রতীক হাসান ও প্রীতম হাসান সম্পর্কে তাঁরা দুই ভাই। সম্প্রতি একসঙ্গে দ্বৈত একটি গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় এই দুই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘গার্লফ্রেন্ডের বিয়া’। গানের সুর ও সংগীত করেছেন প্রীতম। কথা লিখেছেন লুৎফর হাসান।

গানটি নিয়ে উচ্ছ্বসিত প্রতীক ও প্রীতম। এ বিষয়ে প্রতীক বলেন, ‘গানটা অনেক মজার ও ভিন্ন ধাঁচের। আশা করছি, সবার ভালো লাগবে।’

অন্যদিকে প্রীতম বলেন, ‘যাঁদের গার্লফ্রেন্ডের বিয়ে হয়, তাঁরাই বুঝে এর কষ্ট। তবে গানটা আমরা খুব মজা করে গেয়েছি। গানের ভিডিওর শুটিংয়েও আমরা অনেক আনন্দ করেছি।’

সম্প্রতি এফডিসিতে সেট নির্মাণ করে ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ভিডিওতে প্রতীক হাসান ও প্রীতম হাসানের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছেন টয়া। এ ছাড়া একটি মজার চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া। এ ছাড়া চমক হিসেবে থাকবে সংগীত হাবিব ওয়াহিদের উপস্থিতি।

ভিডিওটিতে মডেল হওয়া প্রসঙ্গে টয়া বলেন, ‘ভিডিওতে সুন্দর একটা গল্প আছে। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে কাজটি করে।’

আসছে ২ আগস্ট দেশের অডিও ও ভিডিও প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে গানটির ভিডিও প্রকাশিত হবে।

Advertisement