Beta

মডেল শাহতাজের ‘সিক্রেট বস’ কে?

০৫ আগস্ট ২০১৮, ১৪:১৮

এ সময়ের তারকা শাহতাজের নাকি ‘সিক্রেট বস’ আছে। যাঁর সঙ্গে তিনি নাকি প্রাণখুলে সব মনের গোপন কথা বলেন। আজ বন্ধু দিবসে এই তথ্য শাহতাজ জানিয়েছেন নিজেই।

সেই সিক্রেট বস কে, জানতে চাইলে শাহতাজ হাসিমুখে বলেন, ‘কে, আবার? আমার প্রিয় বন্ধু সৃষ্টি। আরো একজন আছে। ওর নাম দৃষ্টি। সৃষ্টি ও দৃষ্টি দুজন যমজ বোন। খুব ছোটবেলা থেকে তাঁদের দুজনের সঙ্গে আমার বন্ধুত্ব। তাঁরা আমার খুব কাছের। সৃষ্টি ও দৃষ্টিকে আমি সিক্রেট বস মানি। কারণ আমার কাছে বন্ধুত্বের সংজ্ঞা মানে, যাঁর সঙ্গে মনের সব গোপন কথা খুলে বলা যায়। দীর্ঘদিন দেখা কিংবা কথা না হলেও মনে হয় তাঁরা খুব কাছের ও আপনজন।’

বন্ধু দিবসে বিশেষ কোনো পরিকল্পনা রাখেননি শাহতাজ। আজও নাটকের শুটিং করবেন তিনি। এ বিষয়ে শাহতাজ বলেন, ‘আজও শুটিং পুরো দিন করব। সৃষ্টি ও দৃষ্টির সঙ্গে দেখা নাও হতে পারে। দুজনকে জানাই বন্ধুত্বের শুভেচ্ছা ও ভালোবাসা।’

এদিকে, মিডিয়া জগতে শাহতাজের প্রিয় বন্ধু কারা জানতে চাইলে তিনি এক নিঃশ্বাসে বলেন, তিন জন—জেফার, বানি ও প্রীতম। জেফারের প্রশংসা করে শাহতাজ বলেন, ‘জেফার খুব আত্মবিশ্বাসী। যেকোনো কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নিতে পারে সে।’

প্রীতমের কাজের প্রতি যে প্রত্যয়, সেটা পছন্দ করেন শাহতাজ। এ বিষয়ে শাহতাজ বলেন, ‘প্রীতম খুব ধৈর্য নিয়ে কাজ করে। কাজের প্রতি খুব সিরিয়াস সে। এটা আমার ভীষণ ভালো লাগে।’

‘বানি অনেক খোলা মনের বন্ধু আমার। গানের ব্যাপারে বানিও খুব সিরিয়াস।’

এখনকার সময়ে ব্যস্ততম শিল্পীদের মধ্যে শাহতাজ অন্যতম। মডেলিং, অভিনয় ও গান তিন জায়গায় পারদর্শী শাহতাজ গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান। মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে মিডিয়ায় আসা এই শিল্পী সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন বাংলালিংকের ‘কল ড্রপ’ বিজ্ঞাপনের মডেল হয়ে। খুব অল্প সময়ের মধ্যে তরুণ প্রজন্মের জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন শাহতাজ। সামনে  আরো অনেক দূর এগিয়ে যেতে চান মিষ্টি মুখশ্রীর এই অভিনেত্রী।

Advertisement