একদিন শাহরুখ কাজলকে যা বলেছিলেন...
‘রোমান্স কিং’ শাহরুখ খান ও ‘মিষ্টি মেয়ে’ কাজল বলিউড ভক্তদের ভালোবাসায় সিক্ত যুগল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরান থেকে ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির রাহুল-অঞ্জলি পর্যন্ত যতবার শাহরুখ-কাজল জুটি বেঁধেছেন, ততবার ভক্তর মন জয় করেছেন।
বড় পর্দার রসায়নের কারণে অফ-স্ক্রিনেও তাঁদের উষ্ণ ও বন্ধুত্বের বন্ধন দৃঢ়। দুজন দুজনকে সবকিছুই বলতে পারেন। বহুবার শাহরুখকে কাজলের সঙ্গে দুষ্টুমি করতে দেখা গেছে। এখন কাজল জানালেন, কীভাবে অভিনয়ে শিখতে হয়, তাও তাঁকে বলেছিলেন শাহরুখ।
বলিউড সুন্দরী কাজল এখন ব্যস্ত তাঁর অভিনীত আসন্ন ‘হেলিকপ্টার ইলা’ ছবির প্রচারণা নিয়ে। এ ছবিতে কাজল দিনরাত্রি সন্তানকে নিয়ে চিন্তিত মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে তাঁর সন্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন।
অনলাইন ইন্ডিয়া টিভি জানিয়েছে, এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, তিনটি ছবি থেকে তিনি অনেক শিক্ষা নিয়েছেন। যদিও ‘ব্লকবাস্টারস’ নয়, তবু অভিষেক ছবি ‘বেখুদি’ (১৯৯২) এবং ‘উধার কি জিন্দেগি’ (১৯৯৪) ও ‘দুশমন’ (১৯৯৮) ছবিই তাঁর প্রিয়তর। অভিনয়শিল্পী হিসেবে ওই সিনেমাত্রয়ী তাঁকে বেড়ে উঠতে সাহায্য করেছে।
কাজল বলেন, ‘বেখুদি থেকে শুরু করে উধার কি জিন্দেগি, দুশমন ও কুচ কুচ হোতা হ্যায়—একটার চেয়ে আরেকটা সম্পূর্ণ আলাদা। যদিও মেলাতে চাচ্ছি না, তবু অভিনেতা হিসেবে প্রত্যেকবারই এই ছবিগুলো থেকে নতুন কিছু শিখেছি।’
‘উধার কি জিন্দেগি’ ছবি নিয়ে কাজল বলেন, এ ছবিটির জন্য তাঁকে অনেক ভুগতে হয়েছিল।
‘মনে আছে, বাজিগর ছবির শুটিং চলাকালে শাহরুখ খানের সঙ্গে কথা হয়েছিল। সে বলেছিল, কীভাবে অভিনয় করতে হয়, তা আমার শেখা উচিত। আমি খুব ভালো অভিনয় করেছিলাম। সে আমাকে বলেছিল, আমার উচিত অভিনয়জীবন শেষ করে ফেলা।
‘ভেবেছিলাম, সে মাঝেমধ্যে কাণ্ডজ্ঞানহীন কথা বলে। কিন্তু যখন আমি উধার কি জিন্দেগির শুটিং করছিলাম, তখন মনে হয়েছিল, এত ভারিক্কি ছবি আমি করতে পারব না, এটা সব শুষে নেবে। আমি আর তা করতে চাইনি।’
কাজল আরো জানান, তাঁর বন্ধু করণ জোহরের ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে অভিনয়ের পর তিনি বুঝতে পেরেছিলেন, পর্দার বাইরে হাসি-ঠাট্টা করাটা খুব জরুরি। কারণ, এটা পর্দার জন্যও সুফল বয়ে আনে।
‘আমি বুঝলাম, যখন তুমি অফ-স্ক্রিনে মজা করবে, এটা অন-স্ক্রিনেও প্রভাব ফেলবে। তোমার পর্দার বাইরের সমীকরণ পর্দার ভেতরের সমীকরণকে মেলাবে। একটা কিছু আছে, যা পর্দায় আসে... তুমি জানো না, এটা মানুষকে আকর্ষণ করে।’
‘হেলিকপ্টার ইলা’ পরিচালনা করেছেন প্রদীপ সরকার। ছবিটির চিত্রনাট্য লিখেছেন মিতেশ শাহ। প্রযোজনা করেছেন অজয় দেবগন ও জয়ন্তীলাল গাদা অব পেন ইন্ডিয়া লিমিটেড। আগামী ১২ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।