৪১-এ দিব্যা দত্ত
বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী দিব্যা দত্ত। অভিনয় দক্ষতা দিয়েই তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর আসন পাকা করেছেন। গতকাল ছিল তাঁর ৪১তম জন্মদিন। আজো ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই সুন্দরী।
‘ভাগ মিলখা ভাগ’, ‘হিরোইন’, ‘বীর জারা’, ‘বদলাপুর’, ‘ইরাদা’, ‘ব্ল্যাকমেইল’সহ অনেক ছবিই ভক্তদের উপহার দিয়েছেন দিব্যা। শুধু বি-টাউনেই নয়, পাঞ্জাবি, মালয়ালাম ও ইংরেজি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তাঁর সরব উপস্থিতি রয়েছে।
ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা শহরে জন্মগ্রহণ করেন দিব্যা দত্ত। বলিউড কুইন সোনালি বেন্দ্রের সঙ্গে অভিনয় বিষয়ে পড়াশোনা শেষ করেন তিনি।
বলিউডে তাঁর প্রথম ছবি ‘ইশক মে জিনা, ইশক মে মরনা’, ১৯৯৪ সালে। তবে পরের বছর ‘বীরগতি’ ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন।
‘ইরাদা’ ছবিতে অভিনয়ের জন্য চলতি বছর প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দিব্যা দত্ত।
বলিউডে অভিনয়ে আসার আগে তিনি কিছুদিন মডেলিংও করেছিলেন। ২০০১ সালে প্রথম তাঁর ভিডিও উদ্বোধন হয়। ‘রোমিও’ ভিডিওটি তখন বেশ জনপ্রিয় হয়েছিল।
জন্মদিনে এ বছর দিব্যা মিস করেছেন বলিউডে তাঁর সবচেয়ে কাছের বন্ধু সোনালি বেন্দ্রেকে, যিনি এখন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। দিব্যা বলেছেন, ফিল্ম টাউনে সোনালি তাঁর অন্যতম প্রথম বন্ধু। সোনালির উদ্দেশে তিনি বেশ আবেগময় পোস্টও দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
দিব্যা তাঁর অভিনয় দক্ষতার জন্য বিখ্যাত। পর্দায় যে চরিত্রেই অভিনয় করেছেন, তাতেই তিনি সফল হয়েছেন। সূত্র : আজ কি খবর।