এবার অপির নায়ক কলকাতার ঋত্বিক
মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন অপি করিম। ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন নায়ক ফেরদৌস। এরপর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি গুণী এই অভিনেত্রীকে।
অপি ভক্তদের জন্য সুখবর হলো, দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা যাবে তাঁকে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘ডেব্রি অব ডিজায়ার’ ছবিটিতে অভিনয় করছেন তিনি। এখানে কলকাতার নায়ক ঋত্বিকের বিপরীতে দেখা যাবে তাঁকে। পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। তাঁর সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের নির্মাতা জসীম আহমেদ।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। এখানে অপি করিমের চরিত্রের নাম সোমা। চাঁদুর ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক। তারা নিম্ন-মধ্যবিত্ত দম্পতি। তাদের সংসারে আছে একমাত্র সন্তান। চাঁদু বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা। এভাবে এগিয়ে যায় গল্প।
বর্তমানে কলাকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হচ্ছে। এ সম্পর্কে জসীম আহমেদ বলেন, ‘এখন কলকাতায় শুটিং নিয়ে আমরা ব্যস্ত আছি। ছবিটির কিছু অংশের শুটিং ঢাকাতেও হবে।’
যৌথ প্রযোজনার প্রসঙ্গে জসীম আহমেদ বলেন, ‘ ইন্দ্রনীলের সঙ্গে আমার বন্ধুত্ব অনেকদিনের। দুজনেরই প্রধান উৎসাহের বিষয় সিনেমা। ঢাকা ও কলকাতায় চলচ্চিত্র চর্চার ইতিহাস বহু পুরোনো। দুই দেশেই চলচ্চিত্রকর্মীদের দক্ষতা ও প্রতিভা প্রশ্নাতীত। তবুও পরীক্ষামূলক বাংলা ছবির পীঠ ক্রমে দেয়ালে ঠেকে যাচ্ছে। সিনেমা হল থেকে সরে যাওয়ার পর তা ইন্টারনেট বা টেলিভিশনের মাধ্যমে জনপ্রিয় হলেও প্রযোজকরা বিনিয়োগ তুলে আনতে পারছেন না। এককথায় অন্যধারার বাংলা ছবির ব্র্যান্ড পারসেপশন দর্শকের কাছে খুব দুর্বল। এই অবস্থাকে চ্যালেঞ্জ করার উপায় হলো বাংলা ছবিকে আন্তর্জাতিক বাজারের কাছে নিয়ে যাওয়া। ডেব্রি অব ডিজায়ার ছবির একটা আন্তর্জাতিক বাজার খুলে গেলে তার প্রভাব আমাদের দুই বাংলার চলচ্চিত্র শিল্পের জন্য সুদূরপ্রসারী হবে।’
ইন্দ্রনীল রায় চৌধুরী ২০১৩ সালে ‘ফড়িং’ ছবির মাধ্যমে পরিচালনায় আসেন। এরপর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’ ছবি দুটি পরিচালনা করেন তিনি। দুটো ছবিতেই বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনয় করে আলোচনায় আসেন।
অন্যদিকে, জসীম আহমেদ তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে জনপ্রিয়তা পেয়েছেন। ছবিগুলো হলো ‘দাগ’, ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ ও ‘চকোলেট’।