Beta

এনটিভিতে মিলন-অর্ষার ‘পৃষ্ঠা নং ১৩২’

১০ জানুয়ারি ২০১৯, ১৫:২৮

ফিচার ডেস্ক
‘পৃষ্ঠা নং ১৩২’ নাটকের একটি দৃশ্যে মিলন ও অর্ষা। ছবি : সংগৃহীত

‘সহশিল্পী হিসেবে মিলন ভাই এককথায় অসাধারণ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা।

আগামীকাল শুক্রবার মিলন-অর্ষা অভিনীত  নাটক ‘পৃষ্ঠা নং ১৩২’ রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। এখানে হাসান চরিত্রে মিলন এবং রিনি চরিত্রে অর্ষাকে দেখা যাবে। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। সিলেটের  শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।

এতে মিলন ও অর্ষা ছাড়া আরো অভিনয় করেছেন মাজনুন মিজান, দাউদ নূর, মর্জিনা সুমি প্রমুখ। নাটকের গল্প প্রসঙ্গে ইয়ামিন জুয়েল বলেন, উদীয়মান লেখক হাসান। একটা উপন্যাস লেখার উদ্দেশ্যে শ্রীমঙ্গলে বাল্যসখা রবিনের বাংলোতে গিয়ে ওঠে সে। সেখানেই একদিন পাহাড়ি চূড়ার ভাঁজে রিনি নামের এক স্বাস্থ্যকর্মীকে দেখতে পায় হাসান। ক্ষণিকের দেখা অচেনা মেয়েটি বারবার তাকে ইশারায় ডেকেছে। হাসান ছুটে গেছে মেঘে ঘেরা পাহাড় চূড়ায়, যেখানে তিন পাতার মুণ্ডু গেলে ছোট ছোট চায়ের দানা বের হয়। সর্পগন্ধা, নাগলক্ষ্মী, লজ্জাবতীরা কুয়াশা ভেদ করে চেয়ে থাকে। শব্দের পাহাড় ডিঙিয়ে ঝিরিতে ঝাঁপিয়ে পড়ে, যেখানে গল্প খোঁজার জন্য রাত জাগতে হয় না, শুধু চেয়ে থাকলেই হাজারো পাতা এসে কানে কানে গল্প শোনায়। এমনই এক নির্জনতায় হাসান হেঁটে চলছে। এভাবে এগিয়ে যায় এর গল্প।

Advertisement