প্রীতি ম্যাচে চিত্রপরিচালকদের মুখোমুখি শিল্পীরা
তুরাগ নদের তীর ঘেষে তারার মেলা বসেছিল গতকাল শুক্রবার। বিরুলিয়ার এক পিকনিক স্পটে এদিন অনুষ্ঠিত হয় চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন। এই বনভোজনের মূল আকর্ষণ ছিল পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ। এই খেলায় পরিচালকদের কাছে পাঁচ রানে পরাজিত হন শিল্পীরা।
টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে পরিচালক সমিতি সংগ্রহ করে ৭৮ রান। ১০ ওভারে শিল্পীদের ৭৯ রানের টার্গেট দেয় পরিচালক দল। কিন্তু নির্দিষ্ট ওভারে ৭২ রানে থেমে যায় শিল্পী সমিতি। ৯ উইকেট হারিয়ে শেষ বলে ছয় রান প্রয়োজন থাকলেও একটি রান করতে সমর্থ হন জায়েদ খান। ফলে পাঁচ রানে জয় পান নির্মাতারা। নির্মাতা ও অভিনেতাদের এই লড়াই ছিল বেশ উপভোগ্য।
টানটান উত্তেজনাপূর্ণ এই প্রীতিম্যাচে শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর (অধিনায়ক), সাইমন সাদিক, জায়েদ খান, আলেকজান্ডার বোসহ মোট ১০ জনকে নিয়ে তৈরি করা হয় দল।
খেলা নিয়ে পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব শাহিন খান বলেন, ‘আমরা কে হেরেছি আর কে জিতেছি সেটা বড় বিষয় নয়। আমরা সারাদিন সবাই এক সাথে সময় কাটিয়েছি সেটাই বড় বিষয়। আমরা সবাই ক্রিকেটের ভক্ত, এখানে কেউ ক্রিকেট খেলোয়াড় নয়। যে কারণে না বুঝেও অনেকে ৪, ৬ করে ফেলেছে। আবার কেউ বল করতে গিয়ে বোল্ড আউট করে ফেলেছে। শিল্পী আর আমরা একই সুতায় গাথা। আশা করি আমাদের খেলা সবার কাছে ভালো লেগেছে।’
চলচ্চিত্র পরিচালক সমিতির দলে ছিলেন ইয়াসির আরাফাত জুয়েল (অধিনায়ক), রিয়াজুল রিজু, অপূর্ব, সাইফ চন্দন, সাজ্জাদ খান প্রমুখ। পরিচালক সমিতির ৩৬১ জন সদস্য তাদের পরিবার নিয়ে এতে অংশ নেয়। পাশাপাশি অভিনেতা, অভিনেত্রী, চিত্রগ্রাহক, সহকারী পরিচালকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন এই আনন্দ আয়োজনে।