Beta

‘দরদ’-এ প্রভাব ফেলতে পারেনি ‘ফণী’

০৪ মে ২০১৯, ১৪:২৫

ঢাকার একটি হাসপাতালে চলছে ‘দরদ’ ছবির শুটিং। ছবি : সংগৃহীত

শুরু হয়েছে অপূর্ব রানা পরিচালিত নতুন চলচ্চিত্র ‘দরদ’-এর শুটিং। গতকাল ঢাকার একটি হাসপাতালে ছবির শুটিং শুরু হয়। ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সারা দেশেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলেও ‘দরদ’ চলচ্চিত্রে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন পরিচালক। আজ সকাল থেকে শুটিং করছেন তাঁরা।

এ বিষয়ে অপূর্ব রানা এনটিভি অনলাইনকে বলেন, “আমরা গতকাল সকাল থেকে ‘দরদ’ ছবির শুটিং করছি ঢাকার একটি হাসপাতালে। এখানে হাসপাতালে ভেতরে শুটিং করছি। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত শুটিং করেছি। আজ সকাল থেকে আবার শুরু করেছি।

‘দরদ’-এ প্রভাব ফেলতে পারেনি ‘ফণী’ জানিয়ে পরিচালক বলেন, ‘আমরা পুরো কাজটি করছি ভবনের ভেতরে। যে কারণে বাইরে কী হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে না। গতকাল থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। তবে আমাদের ছবির শুটিংয়ে কোনো বাধা সৃষ্টি করেনি। তবে অনলাইনের দিকে লক্ষ রাখছি ফণীর অব্স্থান জানার জন্য। কিচ্ছুক্ষণ আগে জানতে পেরেছি ফণীর তিব্রতা কমে গেছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।’

ছবির দৃশ্যে অভিনয় করছেন নায়িকা মৌমিতা মৌ। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আমি ছবিতে সালমান জাফরির সাথে জুটিবেঁধে অভিনয় করছি। সাধারণত সব ছবিতে দেখা যায় নায়ক-নায়িকার প্রেম হয়, শেষে বিয়ে। এই ছবিতে কিছুটা ব্যতিক্রম রয়েছে কারণ এই ছবিতে আমাদের বিয়ে হয় গল্পের শুরুতে এবং বিয়েটা হয় পারিবারিকভাবে। গতকাল থেকে আমরা হাসপাতালে শুটিং করছি। আমি এখানে রুগী। এর বেশি ছবির গল্প বলা যাবে না। আশাকরি সবাই ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন।’   

ছবিতে মৌমিতা মৌ, নবাগত সালমান জাফরি ছাড়াও পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করছেন নায়িকা শিরিন শিলা।

Advertisement