Beta

৮০ বছরের ‘তরুণী’ মায়ের সঙ্গে মডেলের পুশ-আপ!

১৩ মে ২০১৯, ১৪:১৬

অনলাইন ডেস্ক
মায়ের সঙ্গে পুশ-আপ করছেন মিলিন্দ সোমান। ছবি : সংগৃহীত

বয়সে ৮০ বছরের বৃদ্ধ হলেও মনে এখনো তারুণ্য। মায়ের মতো হয়েছেন ছেলেও। মা দিবসে মা-ছেলের পুশ-আপ ব্যায়াম ট্রেন্ড তালিকায় উঠে এসেছে।

ভারতের নামকরা মডেল, অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও ফিটনেস প্রমোটর মিলিন্দ সোমান। তাঁর ফিটনেসের কথা কে না জানেন। বয়স ৫৩ হলেও শারীরিক ফিটনেসে অনুসরণীয়। ২০১৫ সালে ৫০ বছর বয়সে চমকে দিয়েছিলেন সোমান। পেয়েছিলেন আয়রনম্যান খেতাব। মাত্র ১৫ ঘণ্টা ১৯ মিনিটে ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০.২ কিলোমিটার সাইকেল চালনা আর ৪২.২ কিলোমিটার দৌড়েছিলেন সোমান।

এবার ৮০ বছরের বৃদ্ধ মা ঊষা সোমানের সঙ্গে পুশ-আপ করলেন মিলিন্দ সোমান। মা দিবসে সেই ভিডিও শেয়ার করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাকে আখ্যা দিলেন ‘৮০ বছরের তরুণী’। ফিটনেস নিয়ে যাঁরা ভাবেন, তাঁদের কাছে ফের অনুসরণকারী হলেন এ তারকা।

এর আগে, ৭০ বছর বয়সে ঊষা সোমান শাড়ি পরে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন।

হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, সুইডিশ ভাষার সিনেমায় অভিনয় করেছেন মিলিন্দ সোমান। তারকা মডেল তিনি। ভারতের বিভিন্ন মডেল শোর বিচারক হয়েছেন। আন্তর্জাতিক মানের সাঁতারুও তিনি। পেয়েছেন অসংখ্য পুরস্কার। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Advertisement