Beta

অজয়ের বাবা পরিচালক বীরু দেবগন আর নেই

২৭ মে ২০১৯, ১৬:১৯

অনলাইন ডেস্ক
চলে গেলেন অজয়ের বাবা বীরু দেবগন। ছবি : সংগৃহীত

বলিউড তারকা অজয় দেবগনের বাবা, বর্ষীয়ান অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউডে বেশ সুনাম বীরুর, যিনি ‘হিন্দুস্তান কি কসম’ ছবিরও পরিচালক ছিলেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ছেলে অজয় দেবগন ও মেগাস্টার অমিতাভ বচ্চন।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এ খবর জানিয়েছেন। টুইটে তারান লিখেছেন, “অজয় দেবগনের বাবা বীরু দেবগন আজ সকালে (২৭ মে) মারা গিয়েছেন। বীরুজি স্বনামধন্য অ্যাকশন ডিরেক্টর ছিলেন। ছেলে অজয় ও অমিতাভ বচ্চন অভিনীত ‘হিন্দুস্তান কি কসম’ও পরিচালনা করেছেন তিনি।”

প্রতিবেদন জানাচ্ছে, আজ সন্ধ্যা ৬টার দিকে বীরু দেবগনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন বীরু দেবগন। ‘ক্রান্তি’, ‘সৌরভ’ ও ‘সিংহাসন’ সিনেমায় অভিনয় করেন তিনি। ৮০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন। সূত্র : বলিউড বাবল

Advertisement