Beta

কারীমের নতুন গান ‘তুই যে আমার’

২৭ মে ২০১৯, ১৬:৩০ | আপডেট: ২৭ মে ২০১৯, ১৭:৩৩

ফিচার ডেস্ক

সংগীতশিল্পী এস এম কারীমের নতুন গান ‘তুই যে আমার’। সম্প্রতি জি সিরিজের ইউটিউব  চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

এটি লিখেছেন জুয়েল খান সুর করেছেন এস এম কারীম ।  সংগীত  আয়োজন করেছেন সৌরভ ভদ্র । গানটি গেয়েছেন কলকাতার স্নেহা দাস এবং এস এম কারীম নিজেই। গানটিতে  মডেল হয়েছেন অলিভিয়া ও সজিব খান।

সংগীতশিল্পী এস এম কারীম বলেন, “বর্তমান সময়ে ইউটিউবে ভালো গানগুলো প্রশংসিত হচ্ছে। সরাসরি মানুষ দেখছে এবং ভালো মন্দ নিয়ে কথা বলছে। এতে উৎসাহ পাচ্ছি। আবার নিজের ভুলগুলো ঠিক করতে পারছি। সম্প্রতি ‘তুই যে আমার’ শিরোনামে গানটি মুক্তি পেয়েছে। সবার ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে।”

গান নিয়ে কারীম আরো বলেন, ‘আমি কুষ্টিয়া মেহেরপুরের ছেলে। ছোটবেলা থেকেই গান করি।  প্রথম গান শিখেছি মেহেরপুরে শিল্পকলা একাডেমিতে। চার বছরে গানের কোর্স কমপ্লিট করে ঢাকায় চলে আসি। ঢাকায় বুলবুল ললিতকলা একাডেমি ওয়াইজঘাটে আমি লোকসংগীতে চার বছরের আরো একটা কোর্স কমপ্লিট করি। বর্তমানে মিউজিক নিয়ে পড়াশোনা করছি সরকারি সংগীত কলেজ আগারগাঁওয়ে। এখন মাস্টার্স করছি। এর ফাঁকে মাঝেমধ্যে মৌলিক গান করার চেষ্টা করি এবং কম্পোজিশন করছি।’

Advertisement