Beta

‘চড় মারতে না পারলে কিসের প্রেম’, মন্তব্যে পরিচালককে খোঁচা

১৬ জুলাই ২০১৯, ২০:০৫

অনলাইন ডেস্ক

চড় মারার স্বাধীনতা না থাকলে কিসের প্রেম—‘কবির সিং’ পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার এমন মন্তব্যের জেরে বেশ কিছুদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলছে বি-টাউনে। এবার সেই বিতর্কে যোগ দিলেন ‘ঠোঁটকাটা’ বলে পরিচিত তাপসী পান্নু।

‘নারীর ওপর পুরুষের অধিকার’ নিয়ে সন্দীপের বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন তাপসী। অবশ্য নিজস্ব ভঙ্গিতে। ঠাট্টাচ্ছলে।

বিতর্কের শুরু ‘কবির সিং’ সিনেমাকে ঘিরে। ছবির একটি দৃশ্যে দেখা যায়, প্রীতির পরিবার যখন কবিরকে প্রত্যাখ্যান করে, তখন কবিরকে ছেড়ে না যাওয়ার জন্য প্রীতি অনুরোধ করে। তবুও প্রত্যাখ্যানের রাগে-ক্ষোভে প্রীতিকে রাস্তায় প্রকাশ্যে চড় মারে কবির। সিনেমায় শারীরিক নির্যাতন নিয়ে তোপের মুখে পড়েন পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা। তার জবাবে আত্মপক্ষ সমর্থন করে সন্দীপ বলেন, ‘চড় মারার স্বাধীনতা না থাকলে কিসের প্রেম।’ পরিচালকের এ মন্তব্যে ঝড় ওঠে বলিউডে।

‘কবির সিং’ সিনেমার নামভূমিকায় রয়েছেন শহিদ কাপুর। আর প্রীতির চরিত্রে কিয়ারা আদভানি।

সন্দীপ বলেন, ‘প্রেমিক-প্রেমিকা যদি পরপস্পরকে গভীরভাবে ভালোবাসে, তবে তাদের একে অন্যকে চড় মারার অধিকার রয়েছে। এতে আমি দোষের কিছু দেখি না। যদি ভালোবাসার মানুষটিকে স্পর্শ করার, চুমু দেওয়ার, চড় মারার অধিকার না থাকে, তবে সেটা ভালোবাসা নয়।’

সন্দীপের সেই মন্তব্যকে ব্যঙ্গ করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জবাব দিলেন ‘বদলা’ তারকা তাপসী পান্নু। টুইটারে একটি খবর শেয়ার করেছেন তিনি। যেখানে বলা হয়েছে, এক ব্যক্তি প্রেমিকার মাথায় আঘাত করেছেন তাঁর চরিত্রের জন্য। তাপসী লিখেছেন, ‘সম্ভবত তাঁরা একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন। এই ঘটনার মাধ্যমে হয়তো তাঁদের ভালোবাসা প্রমাণিত হয়।’

অবশ্য তাপসীর টুইট নিয়ে নেটিজেনদের অনেকে সমালোচনা করেছেন। তবে এ নায়িকার দাবি, শুধু মজার ছলেই টুইট করেছেন তিনি।

‘নারীবিদ্বেষী’, ‘পুরুষতান্ত্রিক’ সিনেমা আখ্যা দিয়ে চিত্রসমালোচকদের অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে শহিদ কাপুরের নতুন সিনেমা কবির সিং। বিশেষ করে নারীবাদীরা কঠোর সমালোচনা করছেন এই ছবির। তবে শুধু ভারতের বক্স অফিসে এ ছবি এখন পর্যন্ত আয় করেছে ২৬১ কোটি রুপির বেশি। সূত্র : জি নিউজ

Advertisement