Beta

মোশাররফ-সাফার প্রথম

১৭ জুলাই ২০১৯, ১৬:১২

বিনোদন প্রতিবেদক

প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী সাফা কবির। ঈদুল আজহার জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকের নাম 'ডিল ডান কালাচান'।

রশিদুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। বর্তমানে নাটকটির শুটিং হচ্ছে সাভারের কিছু লোকেশনে।

নাটকের গল্পে দেখা যাবে, মোশাররফ করিম পেশায় একজন দলিল লেখক হলেও তার ভবিষ্যদ্বাণী ফলে যায় শতভাগ। এভাবেই এলাকায় ‘বাজিগর’ হিসেবে পরিচিতি পায় তার চরিত্র। নাটকে রয়েছে রোমান্টিক দৃশ্য এতে দেখা যাবে, সাইকেল চালিয়ে মোশাররফ করিম সাফার বাড়ির সমানে দিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময় সাফা তাদের বাসার ছাদের আড়াল থেকে চিরকুটের মতো প্রেমপত্র ছুড়ে মারে।  

পরিচালক তপু খান বলেন, ‘এটি একটি ইউনিক ব্যাপার যে, প্রথমবারের মতো টিভি পর্দায় একসঙ্গে অভিনয় করছেন মোশাররফ করিম ও সাফা কবির। দুজনই দর্শকপ্রিয়। গল্প চিন্তা করে তাদের যুক্ত করা হয়েছে। আশা করি, গল্প ও নির্মাণের সঙ্গে তাদের অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন।’

সাফা কবির বলেন, ‘তপু খানের অসাধারণ গল্প ও লোকেশনে নাটকটিতে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। মোশাররফ করিমের সাথে জুটি বেঁধে অভিনয় করায় শুটিং সময়টাও দারুণ উপভোগ করছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। আসছে ঈদে নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।’

Advertisement