Beta

ইরা-শিপনের 'জুনিয়র আর্টিস্ট'

০৮ আগস্ট ২০১৯, ১৬:২৯

বিনোদন প্রতিবেদক

ঈদ সামনে রেখে নির্মাণ হলো শিপন মিত্র ও ইরা শিকদার জুটির নাটক 'জুনিয়র আর্টিস্ট'। নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ। নাটকটি চলচ্চিত্রবিষয়ক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

এ বিষয়ে কাজী সাইফ বলেন, ‘নাটক আর সিনেমা—দুটি আলাদা মাধ্যম। আমি এবার সিনেমার গল্প তুলে ধরার চেষ্টা করেছি ঈদের নাটকে। সেই হিসেবে সিনেমার নায়ক-নায়িকা নিয়ে নাটটি নির্মাণ করেছি। আশা করি, সবাই কাজটি দেখে পছন্দ করবেন।’

ইরা বলেন, ‘জুনিয়র আর্টিস্ট নাটকের গল্প শুনে ভালো লেগেছে। এতে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। এ ধরনের চরিত্রে কাজ করার জন্য শিল্পীরা অপেক্ষায় থাকেন। সাধ্যমতো আমি চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে এবং আশাবাদী কাজটি নিয়ে।’

শিপন ও ইরা ছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও এ্যানি খানকে। রাজিব মনি দাশের রচনায় নির্মিত সাত পর্বের বিশেষ নাটক ‘জুনিয়র আর্টিস্ট’।

Advertisement