Beta

মনের পশুকেও কোরবানি কইরেন, ভাবনার আহ্বান

১২ আগস্ট ২০১৯, ১১:৪৫

অনলাইন ডেস্ক
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

আজ পবিত্র ঈদুল আজহা। প্রতিবছর ঈদ আসে আনন্দ আর সীমাহীন প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। ত্যাগের অপার মহিমায় উদ্ভাসিত হয়ে মানবজীবনকে আলোকিত করার দিন এটি। সাম্য ও সহনশীলতার শিক্ষা ছড়িয়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে ঈদ।

হালের দর্শকপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বড়পর্দা, ছোটপর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী। যথারীতি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাবনা। সেইসঙ্গে ছোট্ট একটি পরামর্শও দিয়েছেন।

পশু কোরবানির পাশাপাশি নিজের মনের পশুকে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন ভাবনা। ভক্তদের উদ্দেশে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘পশু কোরবানির সাথে সাথে নিজের মনের পশুকেও কোরবানি কইরেন! ঈদ মোবারক।’

ভক্ত-শুভানুধ্যায়ীরাও প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি। অনেক ভক্তই তাঁদের প্রিয় এ অভিনেত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। ভাবনার পরামর্শের সঙ্গেও একমত পোষণ করেন বেশ কয়েকজন।

মন্তব্য-ঘরে একজন লিখেছেন, ‘ভাবলাম এমন একটা পোস্ট করব, তুমি দিয়ে দিয়েছ। সত্যি বলতে, যাদের মন পরিষ্কার, তাদের সঙ্গে অন্য মানুষের মনের মিল থাকে। ভালো থেকো সব সময়, ভালো কাটুক তোমার জীবন, ভালোবাসি আপু তোমাকে আবিরাম।’

আরেক ভক্ত লিখেছেন, ‘আমি এইরকম কথাটাই লিখে পোস্ট করতে চাইছিলাম, তাই থাক আর করলাম না, সুন্দর।’

অনিমেষ আইচ নির্মিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় ভাবনার সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার। ভাবনা দেশের শীর্ষস্থানীয় বেশকিছু প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবেও কাজ করেছেন। এবারের ঈদুল আজহায় ভাবনাকে অনিমেষ আইচের টেলিফিল্ম ‘ফেরা’য় দেখা যাবে।

লেখক হিসেবেও ভাবনার যশ রয়েছে। এ পর্যন্ত ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

Advertisement