Beta

প্রিয়াঙ্কাকে অপসারণের দাবি পাকিস্তানের মন্ত্রীর, প্রত্যাখ্যান জাতিসংঘের

২৪ আগস্ট ২০১৯, ১২:৩৭

অনলাইন ডেস্ক
ইউনিসেফের একটি আয়োজনে প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : টুইটার

পাকিস্তানি নারীর পরে কিছুদিন আগে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সমালোচনা করেন পাকিস্তানের মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। টুইটারে তিনি আহ্বান জানান, ইউনিসেফ যেন প্রিয়াঙ্কার শুভেচ্ছাদূত পদ কেড়ে নেয়। আনুষ্ঠানিকভাবে ইউনিসেফকে চিঠিও দেন শিরিন। জাতিসংঘের পক্ষ থেকে সেই চিঠির জবাব দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেছেন, ‘একজন ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেও ব্যক্তিপরিসরে সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন, যা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তাঁর ব্যক্তিগত মতামতে ইউনিসেফের ভাবধারা প্রতিফলিত হয় না।’

গত ১২ আগস্ট ইউনিসেফের প্রতি শিরিন মাজারি অনুরোধ করেন, প্রিয়াঙ্কা চোপড়ার শুভেচ্ছাদূতের পদ যেন প্রত্যাহার করে নেয়। তাঁর আরো আহ্বান, ইউনিসেফ যেন এ ধরনের সম্মানজনক পদে কাউকে নিয়োগের সময় অধিক সতর্কতা অবলম্বন করে।

প্রিয়াঙ্কা চোপড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে বালাকোট বিমান ধর্মঘটকে সমর্থন করে টুইট করেন। সেখানে তিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য শুভকামনাও জানান। প্রিয়াঙ্কা লেখেন, ‘জয় হিন্দ’। আর এ নিয়েই আপত্তি পাকিস্তানের মন্ত্রীর। শিরিনের মতে,‘ভারতীয় সেনাবাহিনী ও দুর্বৃত্ত মোদি সরকারকে সমর্থন করায় ইউনিসেফের উচিত প্রিয়াঙ্কা চোপড়াকে প্রত্যাহার করে নেওয়া। অন্যথায় এটি এ পদকে উপহাসের বিষয় করে তুলবে।’ সাম্প্রতিক চিঠিতেও মোদি সরকারের কঠোর সমালোচনা করেন শিরিন।

এর আগে, একই ইস্যুতে পাকিস্তানি এক নারীর আক্রমণাত্মক প্রশ্নের সম্মুখীন হন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পাকিস্তানি ওই নারী প্রিয়াঙ্কার কাছে জানতে চান, জাতিসংঘের শান্তিদূত হয়েও তিনি কেন তাঁর দেশে পরমাণু বোমা আক্রমণের মতো চিন্তাকে সমর্থন করছেন। পাকিস্তানে প্রিয়াঙ্কার লাখ লাখ সমর্থক রয়েছে, এ কথাও মনে করিয়ে দিতে ভোলেননি সেই নারী।

প্রশ্নের জবাবে বেশ ধীরস্থিরভাবে উত্তর দেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, ‘পাকিস্তানে আমার অনেক ভক্ত থাকলেও আমি ভারতীয়। যুদ্ধকে সমর্থন না করলেও আমি দেশপ্রেমী। আমার কথায় পাকিস্তানের কেউ আঘাত পেলে আমি দুঃখিত।’

নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরতেও ভোলেননি প্রিয়াঙ্কা। বলেন, ‘আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে চিন্তা করি। নিশ্চয়ই আপনিও তা করেন।’

Advertisement