Beta

শাহরুখপুত্রকে বিয়ের জন্য পাগল অন্তর্জালের মেয়েরা

১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৫

অনলাইন ডেস্ক
শাহরুখপুত্র আরিয়ান খান। ছবি : ইনস্টাগ্রাম

তারকা-সন্তানদের প্রতি এমনিতেই আগ্রহ অনেক। তাও আবার বলিউডের বাদশাহর বড় ছেলে বলে কথা। উপচে তো পড়বেই। হলোও তা-ই। অন্তর্জালে ঝড় তুলল আরিয়ান খানের সাম্প্রতিক ‘উষ্ণ’ স্থিরচিত্র। বিশেষ করে তরুণীমন মাতাল!

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। আর ওই ছবিই উত্তাপ ছড়িয়েছে অন্তর্জালজুড়ে। তাঁর ড্যাশিং লুকে উন্মত্ত নারীভক্তরা। মন্তব্যে চলছে প্রশংসাসূচক নানা মন্তব্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন আরিয়ান খান। তবু ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা এক মিলিয়ন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢুঁ মেরে দেখা যায়, সর্বশেষ মার্চে ছবি পোস্ট করেছিলেন। প্রায় ছয় মাস পর নতুন ছবি পোস্ট করলেন আরিয়ান।

নতুন ছবিতে দেখা যাচ্ছে, অন্ধকার ঘরে চেয়ারে বসে আছেন আরিয়ান। কালো সোয়েটশার্ট ও হালকা ধূসর রঙের প্যান্ট, চাঙ্কি সু ও লাল চশমা পরেছেন। আর তাঁর মুখভঙ্গি দুর্দান্ত। এককথায়, ভবিষ্যতের সুপারস্টারের লুক!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aryan Khan (@___aryan___) on

আরিয়ানের লুকে পাগলপ্রায় অন্তর্জালবাসী, বিশেষ করে নারীভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘আমায় বিয়ে করো।’ আরেক ভক্ত লিখেছেন, ‘একদম শাহরুখের মতো। উফ, ও এত হট কেন!’ আরেক ভক্ত লিখেছেন, ‘তোমাকে দেখতে আবেদনময় যিশুর মতো লাগছে।’

আরিয়ান খান এখন মার্কিন মুলুকে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা করছেন। এর আগে শাহরুখ খান বলেছিলেন, তাঁর ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে তবেই ক্যারিয়ারে মনোযোগ দেবে। যদি তাঁরা চলচ্চিত্রে যোগ দিতে চায়, তবে সেটাই করবে। তিনি কারো ওপর নিজের মত চাপিয়ে দেবেন না।

তবে শাহরুখকন্যা সুহানা খান অভিনয়ে আগ্রহী। গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক সাময়িকী ভোগের প্রচ্ছদকন্যা হয়েছিলেন। তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই অন্তর্জালে। সুহানার যেকোনো ছবি প্রকাশ মানেই সেটা ভাইরাল।

Advertisement