Beta

জলকে উষ্ণ করলেন অভিনেত্রী ভাবনা

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৯

ফিচার ডেস্ক
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি : ইনস্টাগ্রাম

সুইমিংপুলে ভেজা ছবি দিয়ে অন্তর্জালে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নীল জলে নীল পোশাকে তাঁর পুল পোজ ভক্তকুলের নজর কেড়েছে।

ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টগ্রামে তিনটি ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে ভাবনা লিখেছেন, ‘শুভ সকাল, কক্সবাজার।’ ক্যাপশনেই বোঝা যাচ্ছে, এই অভিনেত্রী সৈকত-শহরে দারুণ সময় কাটাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় অভিনেত্রী ভাবনা। ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে তাঁর অনুসরণকারীর সংখ্যা সাড়ে ছয় লাখের বেশি। আর ফেসবুকে তাঁর অনুসরণকারীর সংখ্যা তিন লাখের বেশি।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Good morning coxsbazar

A post shared by Ashna Habib Bhabna (@bhabna_ashna) on

টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ ভাবনা। তাঁর অভিনীত ‘বুবুন যাবে শশুর বাড়ি, সঙ্গে যাবে কে’, ‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুনের সংসার’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া বহু নাটকে অভিনয় করেছেন ভাবনা।

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ আশনা হাবিব ভাবনাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তাঁর সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার।

লেখক হিসেবেও ভাবনার যশ রয়েছে। এ পর্যন্ত ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

Advertisement