Beta

বাপ্পী-অপুর এত্তো মিল!

০৫ অক্টোবর ২০১৯, ১৫:০১ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ১৫:১২

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির নায়ক নায়িকা; অপু ও বাপ্পী। একটি অনুষ্ঠানে দুজনকেই দেখা গেল একই রঙের পোশাকে। ছবি : এনটিভি

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পীকে নিয়ে নানা গুঞ্জন চলছে মিডিয়া পাড়ায়। অবশ্য বিষয়টিকে ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ ছবির প্রচারণার অংশ হিসেবেই দেখছেন সবাই। অন্যদিকে নায়কদের মতো বাপ্পী চৌধুরীকেও ফ্যাশন হাউস উদ্বোধন করতে দেখা গেছে প্রথম বারের মতো। সঙ্গে ছিলেন নায়িকা অপু বিশ্বাস।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় অপু বিশ্বাস যান রাজধানীর বেইলি রোডে। ক্যাপিটাল সিরাজ টাওয়ারেই ‘আমারা ফ্যাশন হাউজ।’ অপুর পরনে ছিল কালো শাড়ি, হালকা সোনালি রঙের ব্লাউজ। হাতে সোনালি চুড়ি। মানুষের ভিড় ঠেলে ‘আমারা ফ্যাশন হাউসে’র এক পাশে বসলেন তিনি। এবার অপেক্ষা বাপ্পীর জন্য। তিনি এলে তবেই শোরুমটি উদ্বোধন করা হবে।

১৫ মিনিট পর হাজির হন বাপ্পী চৌধুরী। গায়ে কালো পাঞ্জাবি, তার ওপর সোনালি সুতোর কাজ করা কটি। পাঞ্জাবির হাতে সোনালি সুতোর কাজ। তবে কী পরিকল্পনা করে একই ধরনের পোশাক পরেছেন বাপ্পী-অপু, বিষয়টি নিয়ে শুরু হয় গুঞ্জন।

বাপ্পী তো অবাক, ‘দিদি তুমিও কালো পোশাকে?’ এনটিভি অনলাইনকে বাপ্পী বলেন, ‘সত্যি আমি জানতাম না দিদি কালো পোশাক পরেছেন। তা ছাড়া কালো আমার প্রিয় রঙের একটি। যে কারণে আসলে কালো পোশাক পরে এসেছি।’

কটি ও পাঞ্জাবির হাতে সোনালি রং অপুর ব্লাউজ ও চুড়ির সঙ্গে মিলে যাওয়াটা কাকতালীয় দাবি অপুর। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আমি একেবারেই চিন্তা করিনি বাপ্পী কালো পোশাক পরে আসবে। যা মিলে গেছে তা একেবারেই কাকতালীয়। তবে বিষয়টি আমার ভালোই লাগছে।’

অপু আরো বলেন, ‘আসলে বিষয়টা হয়েছে কী, কেউ যখন সন্ধ্যা বা রাতে কোনো অনুষ্ঠানে যায় তখন কালো কাপড় ফেবার করে। আমিও পরেছি, আমার মনে হয়, এই কারণেই পোশাকের মিল।’

ফ্যাশন হাউস নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমারা ফ্যাশন হাউজের ড্রেস বেশ ভালো। আমার পছন্দ হয়েছে। আশা করছি ক্রেতাদেরও পছন্দ হবে।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘আমারা’র শো রুমের উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন এই দুজন। এ সময় ফ্যাশন হউসের কর্মকর্তা এবং জনপ্রিয় কয়েকজন র‌্যাম্প মডেল উপস্থিত ছিলেন।

অপু-বাপ্পী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। এই ছবির মধ্য দিয়ে অভিষেক হচ্ছে অপু বিশ্বাস-বাপ্পী চৌধুরী জুটির। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ বিশ্বাস। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। দীর্ঘ ১৮ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ করছেন। ২০০১ সালে দেবাশীষ পরিচালিত, রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পেয়েছিল।

Advertisement