Beta

নেচে উষ্ণতা ছড়ালেন নোরা, ভিডিও ভাইরাল

০৯ অক্টোবর ২০১৯, ১০:১০

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

নাচে বেশ পটু বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এর আগে জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’ -এ বেলি ড্যান্স দিয়ে বিনোদন দুনিয়ায় বেশ বড়সড় ঝাঁকুনি দিয়েছিলেন নোরা ফাতেহি। এবার আবারও নতুন একটি সিনেমায় নেচে অন্তর্জালে উষ্ণতা ছড়িয়েছেন ‘দিলবার-কন্যা’ নামে পরিচিত এই অভিনেত্রী।

ইন্ডিয়া টেলিভিশনের অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ‘মারজাভান’ ছবির দ্বিতীয় গানটি মুক্তি পেয়েছে। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ছবি ‘জানবাজ’ এর রিমেক এই ছবিটি। ‘জানবাজ’-এ খ্যাতিমান অভিনেত্রী রেখা ‘পেয়ার দো পেয়ার লো’ গানের তালে নেচেছিলেন। এবার ‘মারজাভান’ ছবিতে সেই গানের তালে নেচেছেন ‘দিলবার-কন্যা’ খ্যাত নোরা।  

ভারতের সিনেমা বাণিজ্য বিশ্লেষক ও সমালোচক তারান আদর্শ তাঁর টুইটার অ্যাকাউন্টে গানটির কিছু অংশ শেয়ার করেছেন।  

নোরা ফাতেহি এর আগে ‘দিলবার’ ও ‘সাকি সাকি’ গানের তালে নেচে জনপ্রিয়তা পান। আগামীতে তাঁকে ‘এবিসিডি-থ্রি’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে আরো অভিনয় করবেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর।

‘জানবাজ’ ছবির প্রধান চরিত্রগুলোতে অনিল কাপুর, শ্রীদেবী, ডিম্পল কাপাডিয়া, ফিরোজ খান ও শক্তি কাপুর অভিনয় করেছিলেন। ওই ছবিতে ‘পেয়ার দো পেয়ার লো’ গানটি গেয়েছিলেন স্বপ্না মুখার্জী। গানটি লিখেছেন ইন্ডিভার আর সংগীত আয়োজনে ছিলেন কল্যাণী আনন্দজী।

এর আগেও ওই গানটি রিমেক করা হয়েছে। ২০১১ সালে অক্ষয় কুমার, ববি দেওল ও ইরফান খান অভিনীত ‘থ্যাংক ইউ’ ছবিতে গানটি রিমেক হয়। অমিতাভ ভট্টাচার্যের লেখায় মিকা সিংয়ের গাওয়া গানটি ওই সময়ে ব্যাপক সাড়া ফেলে।  

‘মারজাভান’ ছবিতে নোরার পাশাপাশি সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ, তারা সুতারিয়া ও রাকুল প্রিত সিং অভিনয় করেছেন। ছবিটি আগামী ৮ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisement