ফের ওয়েব সিরিজে নিশো, পরিচালক ভিকি
নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি সময় ‘সাড়ে ষোলো’ শিরোনামে হইচইয়ে একটি ওয়েব সিরিজ মুক্তি পায় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। তবে সিরিজটি সাড়া ফেলতে ব্যর্থ হলে আর নতুন কোন সিরিজে দেখা মেলেনি এই তারকা অভিনেতার।
কারণ হিসাবে অভিনেতার পক্ষে বলা হচ্ছিল, নতুন সিনেমা প্রস্তুতির কথা। অবশেষে প্রায় দেড় বছর পর সেই নতুন সিনেমা ‘দাগী’র ঘোষণা গতকাল নিজের জন্মদিনে জানিয়েছেন নিশো। যা ঘোষণার আগেই জানিয়েছিল এনটিভি অনলাইন।
নতুন খবর হচ্ছে, ফের ওয়েব সিরিজে ফিরছেন আফরান নিশো। এরই মধ্যে ‘আজাদ’ শিরোনামে নতুন এক সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি; যেটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। এনটিভি অনলাইনকে সিরিজ সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নিশো-ভিকির জুটি এর আগে ‘পুনর্জন্ম’ নাটক নির্মাণ করে সাড়া ফেলেছেন। নতুন এই সিরিজের গল্প একই প্যাটানের। সিরিজটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লি.। ‘দাগী’ সিনেমার শুটিং শিডিউল চূড়ান্ত হলেই এই সিরিজের শুটিং ডেট লক হবে।
যদিও এখনই এই সিরিজ নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে চায় না সিরিজ সংশ্লিষ্টরা।
এদিকে, আসন্ন ঈদের ‘দাগী’ সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করছে ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।