শাকিবের জন্য বিয়ে না হওয়া বাপ্পী এবার বিয়ে করছেন, পাত্রী কে?
চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিয়ের আলোচনা চলছে বেশ কয়েক বছর ধরে। গেল বছর নায়ক জানিয়েছিলেন, আরেক চিত্রনায়ক শাকিব খানের স্ক্যান্ডালের কারণে তাঁর বিয়ে ভেঙে গেছে।
এবার বিয়ে নিয়ে ৪২ বছর বয়সী নায়ক বাপ্পী নতুন খবর জানিয়েছেন। তাঁর ভাষ্য, আগামী বছর বিয়ে করছেন তিনি। বর্তমানে চলছে সেই প্রস্তুতি।
বাপ্পী গণমাধ্যমকে বলেছেন, আগামী বছর বিয়ে করব। পরিবারের পছন্দে বিয়েটা করব। তাদের পরিকল্পনা আছে, বলেছে মার্চ-এপ্রিলে আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। আমিও বিয়ের জন্য তৈরি হচ্ছি।
গেল ১২ বছর ধরে ঢাকাই সিনেমায় কাজ করছেন বাপ্পী। এক বছর ধরে একেবারেই কাজে নেই হাতে। এ নিয়ে কোনো হতাশা নেই বলেও জানিয়েছেন বাপ্পী।
নায়কের ভাষ্য, মানসিকভাবে আমি একফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যাঁর কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আর যাঁর কাছে তাঁর পরিবার থাকে, তাঁর হতাশা থাকা উচিত নয়। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।
আগামী ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’। সিনেমাটির পরিচালক বেলাল সানি।