এক সপ্তাহ আগে মা হয়েছেন রাধিকা
এক সপ্তাহ আগে মা হয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভালোবাসাভরা ছবি শেয়ার করে তিনি তাঁর মা হওয়ার খবরটি জানান।
ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্কিং মিটিং। আবার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছি।’ ছবিতে দেখা গেছে, একদিকে সন্তানকে স্তন্যপান করাচ্ছেন নায়িকা। একই সঙ্গে ল্যাপটপে কাজে ব্যস্ত।
জানা গেছে, কন্যাসন্তানের মা হয়েছেন রাধিকা। যদিও ছেলে না মেয়ে হওয়ার খবর রাধিকা জানাননি। রাধিকার বন্ধু সারা আফজল অভিনেত্রীর পোস্টে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় মেয়েরা।’ আর এতে স্পষ্ট যে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাধিকা।
এর আগে গেল অক্টোবরে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘বেবি বাম্প’ প্রদর্শন করেছিলেন রাধিকা। তখনই জানা গিয়েছিল যে মা হওয়ার অপেক্ষায় আছেন তিনি। তার আগে ঘুণাক্ষরে টের পাওয়া যায়নি তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা।
এ খবর তিনি আড়ালেই রেখেছিলেন। আচমকা বেবি বাম্প প্রদর্শন করে সবাইকে চমকে দিয়েছিলেন রাধিকা। আবার ঠিক মা হওয়ার খবর জানিয়ে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী।
২০১২ সালে রাধিকা ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেছিলেন। রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করেন না। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষ সেভাবে জানেন না।