ফিরে দেখা ২০২৪
শাকিবের তুফানে ব্যবসা, বেড়েছে গল্পনির্ভর সিনেমা
চলতি বছরে ঢালিউডের ৫০ সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে সিনেমা হলে ব্যবসা করেছে শুধুমাত্র ‘তুফান’। সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পেয়েছে দুই নায়কের সিনেমা; শাকিব খান আর শরিফুল রাজের। ব্যবসাসফল না হলেও গল্পনির্ভর ভিন্ন ধারার বেশকিছু সিনেমা প্রশংসিত হয়েছে চলতি বছর।
চলুন দেখে দেওয়া যাক কেমন ছিল ২০২৪ সালের ঢালিউড...
শাকিবের ৩ সিনেমা; ‘তুফান’ দিয়ে বাজিমাত
চলতি বছরে শাকিব খানের তিন সিনেমা মুক্তি পেয়েছে। ঈদুল আযাহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ দিয়ে বাজিমাত করেছেন এই নায়ক। এটাই বছরের সবচেয়ে আলোচিত ও সুপারহিট সিনেমা। দেশের সবচেয়ে বড় সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি সবচেয়ে বেশি ব্যবসা করেছে। ঈদুল ফিতরে শাকিবের হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাটিও দর্শক টেনেছে সিনেমা হলে। তবে বছর শেষে অনন্য মামুন পরিচালিত শাকিবের ‘দরদ’ সিনেমাটি দর্শক টাননে পারেনি।
শরিফুল রাজেও ৩ সিনেমা, পেয়েছে প্রশংসা
‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় আসা শরিফুল রাজের চলতি বছর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, মিশুক মুনিরের ‘দেয়ালের দেশ’ ও মোস্তফা কামাল রাজের ‘ওমর’। সিনেমা তিনটি সেভাবে দর্শক না টানলেও প্রশংসিত হয়েছে রাজের অভিনয়।
সিনেমার যে সব গানে মেতে ছিল দর্শক
‘তুফান’ সিনেমা দুই গানেই মেতে ছিল দর্শক। ‘দুষ্ট কোকিল’ অন্তর্জালে ঝড়ে তুলেছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও আকাশ সেন। একই সিনেমার ‘লাগে উরা ধুরা’ও ঝড় তুলেছে ইন্টারনেট দুনিয়ায়। দ্বৈতকণ্ঠে এই গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা
গল্পনির্ভর সিনেমায় নতুন আশা দেখিয়েছে যে সিনেমাগুলো
মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’, মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’, শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’, সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’। কথা ও ব্যবসা হয়েছে ‘জ্বীন-২’ সিনেমা নিয়েও।