জোনিতা গান্ধী ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়-কানাডীয় সঙ্গীতশিল্পী। তিনি একাধারে ইংরেজি, ফ্রেঞ্চ, তামিল, তেলুগু, বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাতি, মারাঠি, কন্নড় এবং মালায়ালম ভাষায় গান গাইতে পারেন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চেন্নাই এক্সপ্রেস’সিনেমায় মাধ্যমে বলিপাড়ার আত্মপ্রকাশ করেন জোনিতা। বিভিন্ন জায়গায় কনসার্ট করার পাশাপাশি ইউটিউবেও জনপ্রিয় হয়ে ওঠেন জোনিতা। ২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাতে গান গেয়ে জনপ্রিয়তার উচ্চ শিখরে পৌঁছে যান তিনি। সামাজিক মাধ্যমে বেশ সরব জোনিতা। ইতোমধ্যে সামাজিক পাতায় তাঁর অনুরাগীর সংখ্যা ২৬ লাখেরও বেশি। রোববার ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে গুজরাতের আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মঞ্চে পারফর্ম করেন জোনিতা।