ডেঙ্গু জ্বর কেন হয়?
ডেঙ্গু জ্বর বেশ প্রচলিত রোগ আমাদের দেশে। সাধারণত বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে। ডেঙ্গু জ্বরের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৩২তম পর্বে কথা বলেছেন ডা. কামাল সৈয়দ আহমেদ চৌধুরী। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আসলে ডেঙ্গু জ্বর কী? কী কারণে হয়ে থাকে?
উত্তর : এখন বাংলাদেশে ডেঙ্গু জ্বর, সাধারণ জ্বরের মতোই হয়ে গেছে। কারণ, এটি প্রতিবছরই আমাদের কাছে আসছে। মাত্রা একটু ভিন্ন হতে পারে। এবার ডেঙ্গু জ্বর প্রায় শুরু হয়ে গেছে। কারণ, ডেঙ্গু জ্বরের সময়টা হলো বর্ষার শুরু থেকে বর্ষার শেষ। বর্ষা যখন এলো, ডেঙ্গু জ্বর এলো। আবার বর্ষা যখন বিদায় নিল, ডেঙ্গু জ্বর বিদায় নিল। বাংলাদেশে এই জ্বরটা বসে গেছে। আমাদের দেশে বর্ষার মৌসুম এখন কমে গেছে। আগে অনেক লম্বা বর্ষার মৌসুম থাকত। এ কারণে আমাদের দেশে এখন জ্বরটা বেশ একটা আস্তানা গেড়ে বসেছে। প্রথমেই বলতে হয়, ডেঙ্গু জ্বর একটি সাধারণ জ্বর, ভাইরাস সংক্রমিত হওয়ার কারণে এই জ্বরটা হয়। ভাইরাসটার নামও আসলে ডেঙ্গু ভাইরাস।
প্রশ্ন : কীভাবে সংক্রমিত হয়?
উত্তর : এটা সংক্রমিত হয়, একটি বাহন দিয়ে। একে আমরা বলি মশা। অনেক ধরনের মশা রয়েছে। এজেপ্টি নামক এক ধরনের মশা রয়েছে। এটি বেশ অভিজাতপূর্ণ মশা। কারণ, এটি পরিষ্কার পানিতে জন্মগ্রহণ করে। আমরা জানি, মশার জন্ম ড্রেনে, নর্দমায়। তবে এই মশা পরিষ্কার পানিতে জন্ম নেয়।
আমাদের বাসায় আমরা ফুলের টব রাখি, প্লাস্টিকের জিনিস ভেঙে গেছে, আমরা একে ধ্বংস করি না। হয়তো ঘরের সামনেই ফেলে দিলাম। প্লাস্টিকের যে ভাঙা টুকরাতে বৃষ্টির পানি জমে, সেই বৃষ্টির পানিতে দেখা যায় এডিস মশা বা ডেঙ্গু মশা জন্ম নেয়। সেই মশা এসে যখন কামড়াবে, তখন ডেঙ্গু জ্বর হবে।