বাইপোলার মুড ডিজঅর্ডার কী?
বাইপোলার মুড ডিজঅর্ডার একটি জটিল মানসিক রোগ। রোগটি সম্পর্কে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৪২তম পর্বে কথা বলেছেন ডা. চিরঞ্জীব বিশ্বাস। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাইপোলার মুড ডিজঅর্ডার বিষয়টি আসলে কী?
উত্তর : বাইপোলার মুড ডিজঅর্ডার আসলে আবেগের রোগ। এই রোগে আসলে দেখা যায় অল্প সময়ের জন্য ব্যক্তির মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার তেমন কোনো কারণ থাকে না। মন খারাপের সবারই কারণ থাকে। মন ভালোরও কারণ থাকে। তবে তাদের মন ভালো হওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাই না। বিনা কারণেই দেখা যায় তাদের মন খুব বেশি উৎফুল্ল। এই উৎফুল্ল ভাবের কারণে তারা বেশি বেশি কথা বলছে। বেশি মিশছে বা বেশি বেশি গল্প করতে যাচ্ছে। দেখা যাচ্ছে, রাতে একেবারেই ঘুম হচ্ছে না। তবে এতে তাদের কোনো ক্লান্তিবোধও নেই। আবার মন ভালো হলে কী হয়, অতিরিক্ত সাজগোজ বেড়ে যায়। অতিরিক্ত ঘুরতে চায় সে। এগুলো সমস্যা তৈরি করে। যেমন ধরুন, তার লেখাপড়ার ক্ষেত্রে কোনো মনোযোগ নেই। সামর্থ্যের অতিরিক্ত সে হয়তো দান করে ফেলছে। খুব অল্প দামে তার জমিও লিখে দেয়। এ রকম আমরা অনেক দেখেছি।