কোথায় পাওয়া যায় প্যালিয়েটিভ কেয়ার?
নিরাময় অযোগ্য রোগীদের শারীরিক কষ্ট প্রশমনে যে সেবা, সেটিই প্যালিয়েটিভ কেয়ার। সাধারণত ক্যানসারে আক্রান্ত রোগী, হৃদরোগে আক্রান্ত রোগী, বিছানা থেকে একেবারেই উঠতে পারে না, এমন রোগীদের প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়।
কোথায় পাওয়া যায় প্যালিয়েটিভ কেয়ার, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৩তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম তাইফুর রহমান। বর্তমানে তিনি হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি প্যালিয়েটিভ সেবা প্রদানকারী ট্রিটমেন্ট অ্যাট হোম বাংলাদেশে কর্মরত।
প্রশ্ন : প্যালিয়েটিভ কেয়ারে কোন কোন সেবা দেওয়া হয়? কারা দেয়? কীভাবে দেয়?
উত্তর : ধরুন, ক্যানসার আক্রান্ত রোগী, যখন ক্যানসার অনেক বেশি হয়, তখন তারা ব্যথায় প্রচণ্ড কষ্ট পেতে থাকে। প্যালিয়েটিভ কেয়ারের চিকিৎসায় আমরা তাকে ব্যথা কমানোর চেষ্টা করি। ব্যথা সম্পূর্ণভাবে হয়তো মুক্ত করা যায় না, আমরা চেষ্টা করি তার ব্যথা যতটুকু সম্ভব কমানোর। ব্যথা ছাড়াও কারো কারো শ্বাসকষ্টের সমস্যা থাকে। অনেক দিন বিছানায় পড়ে থাকতে থাকতে পিঠের নিচে ঘা হয়ে যায়, এমন সমস্যা থাকে। কারো কারো হাতগুলো ফুলে যেতে পারে, গলা ফুলে যেতে পারে। তাদের সেসব প্রশমন করার জন্য সেবা দেওয়া হয়। রোগ প্রশমিত করার চেষ্টা করা হয়।
প্রশ্ন : এই চিকিৎসা কারা করে? কোথায় করা হয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে প্যালিয়েটিভ কেয়ারের জন্য সম্পূর্ণ একটি ইউনিট রয়েছে। সেখানে অধ্যাপক নিজাম উদ্দীন স্যারের নেতৃত্বে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। একদম নিবেদিতপ্রাণ দক্ষ চিকিৎসক এবং নার্স সবাই মিলে এই বিভাগটি পরিচালনা করছে। সেখানে ইনডোর কেয়ার বা অভ্যন্তরীণ যত্নের ব্যবস্থা রয়েছে। আউটডোর কেয়ার বা বহিরাঙ্গন যত্নের ব্যবস্থা রয়েছে। হোম কেয়ার সার্ভিস রয়েছে। এটি হলো বিএসএমএমইউর সেবা। এর বাইরে, ঢাকা মেডিকেল কলেজে প্যালিয়েটিভ ইউনিট রয়েছে। মহাখালী ক্যানসার হাসপাতালে প্যালিয়েটিভের সেবা দেওয়া হয়। ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়। আহছানউল্লাহ মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঢাকার বাইরে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জে প্যালিয়েটিভের সেবা দেওয়া হয়। এ ছাড়া বেসরকারি পর্যায়ে ট্রিটমেন্ট অ্যাট হোম বাংলাদেশ ২০১২ সাল থেকে প্যালিয়েটিভের সেবা দিচ্ছে। শিশুদের জন্য আশিক প্যালিয়েটিভ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যারা প্যালিয়েটিভের সেবা দিচ্ছে। এ ছাড়া আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে।