হাত-পায়ের রক্তনালির ব্লক বাড়ছে
হার্টের রক্তনালির ব্লকের কথা আমরা শুনি। তবে জানেন কি, হাত ও পায়ের রক্তনালিও ব্লক হয়। আর সেগুলো হার্টের ব্লকের তুলনায় চার গুণ বেশি—এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।
হাত-পায়ের রক্তনালির ব্লকের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬০তম পর্বে কথা বলেছেন ডা. সাকলায়েন রাসেল। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রক্তনালিতে ব্লক হয় কেন? এর মাত্রা কেমন?
উত্তর : হার্টে আসলে ব্লক হয় না। ব্লক হয় রক্তনালির ভেতর। হার্টের গায়ে যে রক্তনালি থাকে, যার মাধ্যমে হার্ট নিজেই পুষ্টি নেয়, ভালো থাকে, সেই রক্তনালিগুলোকে আমরা বলি করনারি আর্টারি। এগুলোতে যখন ব্লক হয়, এদের আমরা হার্টের ব্লক বলি।
একইভাবে আপনি জানেন যে সারা দেহে মানুষকে সুস্থ রাখার জন্য যে পথ, যেটিকে বলা হয় রক্তনালি, এগুলো সারা দেহে কিন্তু নদী-নালার মতো ছড়িয়ে রয়েছে। এখানে ব্লক হতে পারে। এই ব্লকটা ধীরে ধীরে হতে পারে। এই ব্লকটা হঠাৎ হতে পারে। আমরা যেহেতু ভাসকুলার সার্জন হার্টের বাইরে যেকোনো ব্লক নিয়ে কাজ করি। যাঁরা হার্টের ব্লক নিয়ে কাজ করেন, তাঁদের বলা হয় কার্ডিয়াক সার্জন। আর যাঁরা বাইরের রক্তনালি নিয়ে কাজ করেন, সারা শরীরের যেকোনো জায়গা হতে পারে, তাঁদের আমরা বলি ভাসকুলার সার্জন।
আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি, বিশেষ করে হাতে-পায়ে, হঠাৎ করে ব্লক হতে পারে, আবার ধীরে ধীরে ব্লক হতে পারে। আপনি জানেন প্রতিটি মানুষের একটিই হার্ট থাকে। কিন্তু হাত ও পা থাকে চারটি। তাই হার্টের ব্লকের সংখ্যা যেমন বাড়ছে, তার চেয়ে চার গুণ বেশি কিন্তু হাত-পায়ের ব্লকের সংখ্যা বাড়ছে। আমি মনে করি, হার্টের রোগের থেকে ভাসকুলার যেই ব্লকগুলো সেগুলো অনেক বেশি।