শিরা কেন আঁকাবাঁকা হয়?
আঁকাবাঁকা শিরা বা ভেরুকস ভেনের সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। আঁকাবাঁকা শিরার সমস্যা কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৬তম পর্বে কথা বলেছেন ডা. সাকলায়েন রাসেল।
বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভাসকুলার সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কেন এই সমস্যাটি হয়?
উত্তর : রোগীরা যখন আমার কাছে এসে বলে, আমি আসলে দুষ্টুমি করে বলি, ‘ আপনার আসলে কপাল খারাপ, তাই এটি হয়েছে।’ দাঁড়িয়ে থাকছে তো সবাই। সবার হচ্ছে না কেন? ওই ব্যক্তিটিরই আসলে হয়, যার জন্মগতভাবে ভেতরের দরজাগুলো দুর্বল। এখন যার সবল রয়েছে, তার আসলে দাঁড়িয়ে থাকলে কিছু হবে না। যার দুর্বল, ওই ব্যক্তি যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, ওই নারী যদি গর্ভবতী থাকেন, কিংবা তার যদি ওজন অনেক বেড়ে যায়, তিনি যদি লম্বাটে হয়ে যান, তাহলে কিন্তু দেখা যায়, তার রক্তনালিগুলো আস্তে আস্তে ফুলে ওঠে। কারণ কী? কারণ হলো আমার রক্তনালিগুলো হার্ট থেকে পায়ের দিকে যাচ্ছে, ফেরত এসে আবার তো পায়ে আসবে, ঝড়নার যেমন হয়। তবে এই যেই ব্যক্তিটা, যার দরজাগুলো দুর্বল থাকে, হার্ট থেকে পায়ে রক্ত যাচ্ছে ঠিকই, কিন্তু ওপরে ওঠার সময় আসলে রক্তগুলো পড়ে যায়। হাইওয়ে যখন বন্ধ হয়ে যায়, গাড়িগুলো কিন্তু গলির দিকে যেতে থাকে। রক্তগুলো এরকম গলির দিকে গিয়ে চামড়ার দিকের রক্তনালিগুলো ফুলিয়ে দেয়।