পাইলস হলে কখন সার্জারি করতে হয়?
পাইলস একটি জটিল মলদ্বারের রোগ। এর কতগুলো পর্যায় রয়েছে। পাইলসের চিকিৎসায় সার্জারি করতে হয়। পাইলস হলে সার্জারি কখন করতে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৮তম পর্বে কথা বলেছেন ডা. এ এম শহীদুল্লাহ।
ডা. এ এম শহীদুল্লাহ বর্তমানে বিআরবি হাসপাতালের সার্জারি ও ল্যাপারোস্কোপি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক।
প্রশ্ন : অস্ত্রোপচার বা সার্জারির পরামর্শ কখন দেন পাইলসের ক্ষেত্রে ?
উত্তর : পাইলস হলে এর প্রতিটি পর্যায়েই আমরা অস্ত্রোপচার করতে পারি। কারণ, রক্তপাত এই রোগের সবচেয়ে বড় সমস্যা। পাইলসে রক্তপাত হবেই। পাইলস যদি ভেতরে থাকে, তাহলেও হবে। একটি পর্যায়ের জন্য এক এক রকমের অস্ত্রোপচার। প্রতিটি অস্ত্রোপচারই উচ্চ প্রযুক্তির অস্ত্রোপচার।