Beta

অন্যের সাবান ব্যবহার করা কি ঠিক?

০২ এপ্রিল ২০১৯, ১৮:০১ | আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১৮:০৭

ফিচার ডেস্ক
একজনের সাবান অন্যজন ব্যবহার ঠিক নয়। ছবি : সংগৃহীত

দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস রয়েছে, যেগুলো আমরা একজনের সঙ্গে অন্যজন শেয়ার করি বা আদান-প্রদান করি। তবে সব জিনিস আদান-প্রদান কিন্তু ঠিক নয়, এমনটাই বলেন বিশেষজ্ঞরা।

একজনের সঙ্গে অন্যজন শেয়ার করা ঠিক নয়, এমন একটি জিনিস হলো বার সাবান। একজনের সাবান অন্যজন ব্যবহার কেন ঠিক নয়, এ বিষয়ে জানিয়েছে হাফিংটন পোস্ট ও ব্রাইটসাইট। 

গবেষণায় বলা হয়, মূলত বার সাবান অনেকেই একত্রে ব্যবহার করেন। তবে এই ব্যবহারের কারণে সাবানে লেগে থাকা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়।

একজন ব্যবহারের পর মাইক্রোঅর্গানিজম সাবানের গায়ে লেগে থাকে। এটি ক্ষতিকর। অন্যজনের ব্যবহৃত সাবান ব্যবহার করলে চুলকানি, ছুলিসহ ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অব প্রিভেনশনের (সিডিসি) মতে, বার সাবানের বদলে তরল সাবান ব্যবহার করা ভালো। আর বার সাবান ব্যবহার করতে হলে এটি আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। অথবা সাবান শেয়ার করার ক্ষেত্রে নিজের জন্য একটি অংশ কেটে রাখুন।

তবে সবচেয়ে ভালো হয়, নিজের জন্য নির্দিষ্ট একটি সাবান ব্যবহার করতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Advertisement