Beta

মুখ বলবে রোগের কথা!

০৪ এপ্রিল ২০১৯, ১১:১৫

ফিচার ডেস্ক
মুখ ও চোখ হলুদ হওয়া জন্ডিসের লক্ষণ। ছবি : সংগৃহীত

চোখ যেমন মনের জানালা, তেমনি মুখ হলো স্বাস্থ্যের অবস্থা বোঝার জন্য পথনির্দেশক। রাগ, ক্ষোভ, দুঃখসহ যেকোনো আবেগ যেমন মুখে প্রকাশ পায়, তেমনি মুখ স্বাস্থ্যের হালহকিকতও প্রকাশ করে।

মুখের দিকে তাকালে কিছু রোগের বিষয়ে অনেকটাই ধারণা পাওয়া যায়। মুখ দেখলে বোঝা যায়, এমন কিছু রোগের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. হলুদ ত্বক ও চোখ

মুখ হলুদ বা হলুদ ভাব হলে, বিশেষত চোখের সাদা অংশ হলুদ হয়ে গেলে এটি জন্ডিসের লক্ষণ। এ ছাড়া এটি লিভারের সমস্যা, যেমন—হেপাটাইটিস বা সোরিয়াসিসেরও লক্ষণ। আবার পিত্তথলি বা প্যানক্রিয়াসের সমস্যা হলেও মুখ হলুদ হওয়ার বিষয়টি ঘটে। তাই এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

২. প্রজাপতির মতো র‍্যাশ

মুখে যেকোনো ধরনের র‍্যাশ হলে বোঝা যায় স্বাস্থ্যগত কোনো সমস্যা হচ্ছে। র‍্যাশ গালে হলে এবং প্রজাপতি আকৃতির হলে হয়তো আপনি লুপাস নামক রোগে ভুগছেন। এই রোগে রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা হয়। এই রোগ ত্বক, গাঁট, রক্ত, ফুসফুস, হার্ট ও কিডনি আক্রান্ত করতে পারে।

তাই মুখে প্রজাপতি আকৃতির র‍্যাশ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

. মুখে অবাঞ্ছিত লোম

মুখে অবাঞ্ছিত লোম অনেকের ক্ষেত্রেই অস্বস্তিকর। এ ধরনের সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের (পিসিওএস) লক্ষণ নির্দেশ করে। ঋতুস্রাব দীর্ঘমেয়াদি বন্ধ হয়ে যাওয়া বা মেনোপোজের পর এটি নারী শরীরের প্রচলিত সমস্যা। হঠাৎ করে হরমোনের পরিবর্তনের কারণে এ ধরনের সমস্যা হতে পারে।

. মলিন ত্বক

ত্বক মলিন ও প্রাণহীন হয়ে পড়লে আয়রনের মাত্রা পরীক্ষা করুন। আয়রনের অভাবে হওয়া রক্তস্বল্পতা থেকে ত্বক ম্লান দেখাতে পারে। এমন হলেও চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement