Beta

কীভাবে সামলাবেন বদমেজাজি শিশু?

২৫ এপ্রিল ২০১৯, ১৮:০৯

ফিচারি ডেস্ক
রাগের ক্ষতিকর বিষয় সম্পর্কে শিশুকে বোঝান। ছবি : সংগৃহীত

আপনার শিশু কি খুব বদমেজাজি? সে কি অল্পতেই খুব রেগে যায়? আসলে বদমেজাজি শিশু সামলানো একটু কঠিন। কিছু কৌশল মেনে চললে এ ধরনের শিশু সামলানো সহজ হয়।

বদমেজাজি শিশু সামলানোর কিছু কৌশল জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

চিৎকার করবেন না

শিশু কোনো বিষয় নিয়ে চিৎকার-চেঁচামেচি করতে শুরু করলে আপনিও তার সঙ্গে চেঁচাতে শুরু করবেন না। শিশুর ওপর বিরক্ত হলেও নিজেকে শান্ত রাখুন। দুজনে একসঙ্গে রাগ করতে শুরু করলে ঘর কুরুক্ষেত্র হয়ে যাবে। 

যৌক্তিক ব্যাখ্যা

শিশুকে যুক্তি দিয়ে বোঝান রাগ কেন ক্ষতিকর, এটি তার ব্যক্তিত্বের ওপর কীভাবে বাজে প্রভাব ফেলবে। তাকে বোঝান রাগ কীভাবে শারীরিক, মানসিক ক্ষতি করে।

রাগের কারণ খুঁজুন

শিশু কেন রাগ করছে, সেটি খুঁজে বের করুন। শিশুকে শান্ত করার আগে প্রয়োজন তার রাগের কারণ খুঁজে বের করা। শিশু কি চাচ্ছে সেটি আগে বোঝার চেষ্টা করুন। এরপর বিষয়টির সমাধান করুন।

আদর্শ তৈরি করুন

শিশু সাধারণত মা-বাবাকে অনুসরণ করে। কোনো বিষয়  আপনাকে দুশ্চিন্তায় ফেললে আপনি কীভাবে এর সমাধান করেন, রাগ কীভাবে সামলান- এসব বিষয় শিশুটি খেয়াল করে। তাই, শিশুর সামনে অপ্রীতিকর আচরণ না করাই ভালো।

সাহায্য নিন

উপরের সব বিষয় অনুসরণ করার পরও শিশুর বদমেজাজ সামলাতে না পারলে প্রফেশনাল কাউন্সেলরের সাহায্য নিন।  

Advertisement