মেনোপজের কারণে ত্বকে যেসব সমস্যা হয়
ঋতুস্রাব যেমন নারী শরীরের স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া, তেমনি মেনোপজও একটি। একটি বয়সে যেমন ঋতুস্রাব শুরু হয়, তেমনি একটি বয়সের পর ঋতুস্রাব একেবারে বন্ধও হয়ে যায়। আর এই বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিকেই মেনোপজ বলে।
মেনোপজ হলে ত্বকে বিভিন্ন সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে। এই সময় ত্বকের বিভিন্ন সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৪৯তম পর্বে কথা বলেছেন ডা. রেবেকা সুলতানা। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মেনোপজের পর ত্বকের ওপর কী প্রভাব পড়ে?
উত্তর : মেনোপজের পর প্রধাণত পিগমেন্টেশন বা কালো কালো দাগ হয়। আবার পিগমেন্টেশন ভালোও হয়ে যায় এই বয়সে। তবে চুল পড়াটা বেড়ে যায়। ত্বকটা মলিন হয়ে যায়, বলিরেখা চলে আসে। আর তখন রোগীর অস্থিরতা বাড়ে। কে তার বয়স ধরে রাখতে চায় না বলুন?