Beta

লিভার সিরোসিস বিষয়টি কী?

১৬ জুলাই ২০১৯, ১৩:৩১

ফিচার ডেস্ক
লিভার সিরোসিসের বিষয়ে আলোচনা করেছেন ডা. ফারুক আহম্মেদ ও ডা. সানজিদা হোসেন। ছবি : এনটিভি

লিভারের একটি জটিল সমস্যা সিরোসিস। লিভার সিরোসিস আসলে কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৯২তম পর্বে কথা বলেছেন ডা. ফারুক আহম্মেদ।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেপাটোলজি ও লিভার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : লিভার সিরোসিসকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন?

উত্তর : যেকোনো কারণে লিভারে যদি দীর্ঘমেয়াদি প্রদাহ হতে থাকে, একটি সময় পরে প্রদাহের কারণে লিভারের মধ্যে গুটি তৈরি হয়। গুটি তৈরি হওয়ার পরে একে আমরা লিভার সিরোসিস বলে থাকি। তবে এটি সময়সাপেক্ষ বিষয়। এটি ১৫ থেকে ২০ বছর পর্যন্ত লেগে যায়। এর মানে দীর্ঘদিন ধরে সমস্যাটা হতে থাকে।

Advertisement