Beta

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ কী?

৩০ আগস্ট ২০১৯, ২১:১৩

ফিচার ডেস্ক
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। ছবি : সংগৃহীত

মেয়েদের গর্ভাশয়ে অনেক ছোট ছোট সিস্ট তৈরি হয়। এই সিস্ট তৈরি হওয়ার কারণে কিছু উপসর্গ দেখা দেয়। এই উপসর্গের সমষ্টিকে আমরা একসঙ্গে বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩০তম পর্বে কথা বলেছেন ডা. রুখসানা পারভীন। বর্তমানে তিনি ২৫০ শয্যা টিবি হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কী কী লক্ষণ দেখা দেয়?

উত্তর : সাধারণত অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যায়। তার কিছু শারীরিক সমস্যা হয়। যেমন : হারসোটিজম। একটি মেয়ের পুরুষালি ধরনের চুলের ফলিকল হয়। তার মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় ছেলেদের মতো কিছু লোম দেখা দিতে পারে। যেমন : চিবুক, বুক। একটু গোঁফ হতে পারে।

তার অনিয়মিত ঋতুস্রাব শুরু হয়ে যায়। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে বন্ধ্যত্ব হয়। অ্যান্ড্রোজেনের মাত্রা বাড়ার কারণে ইনসুলিন রেজিসটেন্স থাকে। দেখা যায়, বিভিন্ন রকম শারীরিক সমস্যা তার হচ্ছে।

Advertisement