Beta

শিশুদের সর্দি-কাশির কারণ কী?

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪২

ফিচার ডেস্ক

শিশুর সর্দি-কাশি একটি প্রচলিত সমস্যা। কেন এই সমস্যা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে কথা বলেছেন ডা. আবু তালহা।

বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩৫তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

প্রশ্ন : শিশুদের ক্ষেত্রে সর্দি-কাশির সমস্যাটা কেন হয়?

উত্তর : আসলে শিশুদের সর্দি-কাশি বিভিন্ন কারণে হতে পারে। যেমন ধরুন, এটি অনেক সময় সংক্রমণের কারণে হতে পারে। আমাদের যে ফুসফুস, এর কাজ হলো অক্সিজেন বাইরে থেকে ভেতরে দেওয়া। শরীরের যে খারাপ উপাদানগুলো রয়েছে, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। ফুসফুসে সংক্রমণ হলে এটি আবার দুই ধরনের হতে পারে। একটি ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। একটি ভাইরাসের কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যায়, অ্যালার্জিজনিত কারণেও শ্বাসকষ্ট হতে পারে। আবার আরেকটি কারণ রয়েছে, অ্যাজমা। যাকে আমরা বাংলায় বলি হাঁপানি। যদি ছোট বয়সে খুব কম হয়। তবে বাচ্চা যখন একটু বড় হয়, দুই থেকে তিন বছর বয়সে অ্যাজমার কারণে শ্বাসকষ্ট হতে পারে। অ্যালার্জি-অ্যাজমা এগুলোই আসলে প্রধাণত সর্দি-কাশির কারণ।

Advertisement