Beta

নারীদের ত্বকে যেসব সমস্যা হয়

০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৯

ফিচার ডেস্ক
নারীদের ত্বকের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেছেন ডা. জেসমিন আক্তার লীনা ও ডা. সানজিদা হোসেন। ছবি : সংগৃহীত

বিভিন্ন রকম ত্বকের রোগ রয়েছে। কিছু ত্বকের সমস্যা রয়েছে যেগুলো নারীর তুলনায় পুরুষের একটু বেশি হয়।

নারীদের ত্বকের বিভিন্ন রোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩৬তম পর্বে কথা বলেছেন ডা. জেসমিন আক্তার লীনা। বর্তমানে তিনি সরকারী কর্মচারী হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : আপনাদের কাছে নারীরা ত্বকের কোন কোন সমস্যা নিয়ে আসে?

উত্তর : বিভিন্ন বয়সের নারীরা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। যেমন, একজন বয়ঃসন্ধি মেয়ে যখন আসবে, তখন তার থাকে ব্রণের সমস্যা। অনেক সময় পলিসিস্টিক ওভারি থাকে, এর কারণে অতিরিক্ত লোম গজানো যেটি, অবাঞ্ছিত লোম গজানো সেটি হয়। এটি তাদের জন্য খুব প্রচলিত সমস্যা। এ ছাড়া ভিটিলিগো যেটি সেটি হতে পারে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, নারীদের মেছতার সমস্যা হচ্ছে। গর্ভাবস্থায় বা যখন জন্মনিয়ন্ত্রণ পিল খেতে থাকে, তখন দেখা যায় তাদের এই সমস্যাটা হয়েছে। অনেক নারী মেছতায় ভোগে। রোদে অতিরিক্ত যাওয়ার কারণে বা দীর্ঘ সময় রান্না করার কারণে মেছতা হয়। এই বয়সেও অবাঞ্ছিত লোম হতে পারে। আর ফাঙ্গাল ইনফেকশন হয়। আমাদের আবহাওয়ার কারণে দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন হয়। ছুলি, দাদ ইত্যাদি হয়। আমাদের দেশের নারীদের মধ্যে দাদের সমস্যা খুবই বেশি। অনেক নারীর ক্ষেত্রে দেখা যায়, একটা-দুটো থেকে সারা গায়ে ছড়িয়ে যাচ্ছে।   

Advertisement