Beta

হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি থেকে কি ক্যানসার হয়?

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৮

ফিচার ডেস্ক

সাধারণত মেনোপজ বা দীর্ঘমেয়াদি ঋতুস্রাব বন্ধ হওয়ার পর অনেক ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া প্রয়োজন পড়ে।

তবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দীর্ঘমেয়াদি দিলে কি ক্যানসার হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩৭তম পর্বে কথা বলেছেন ডা. শামীমা নার্গিস নীলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গাইনি ও অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : দীর্ঘদিন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিলে, সেই হরমোন নিজেই কি ক্যানসারের কারণ হতে পারে?

উত্তর : অবশ্যই। যদি আমরা নিয়মিত ইসট্রোজেন দিই, সেখানে প্রোজেসটেরন না দিই, এই ইসট্রোজেনই একটি লম্বা সময় ধরে দিলে অ্যান্ড্রোমেট্রিয়াল কারসিনোমা হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এ জন্য সতর্ক হয়ে দিতে হবে এবং ফলোআপ করতে হবে।

Advertisement